Bomb recovered

বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি বাড়ির কাছে উদ্ধার ব্যাগভর্তি বোমা

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২১:০৮

—প্রতীকী ছবি।

দুর্গাপুজোর আগে বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতির বাড়ির অদূরে উদ্ধার হল তাজা বোমা। ১৮টি বোমা মিলল তিনটি ব্যাগে। কোচবিহারের মাথাভাঙা শহর লাগোয়া পচাগড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পচাগড়ের ঠাকুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে মাথাভাঙা থানার পুলিশ। এই ঘটনার পিছনে তৃণমূলের লোকেরা রয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধেই বোমা মজুতের অভিযোগ তুলেছে শাসকদল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি শুভঙ্কর সাহার বাড়ির কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার তিনটি ব্যাঙ্ক উদ্ধার হয়। ঘাস কাটতে গিয়ে ওই ব্যাগে বোমা পান স্থানীয় এক ব্যক্তি। শুভঙ্করের দাবি, এর আগেও ওইখানে দু’ব্যাগ ভর্তি বোমা মিলেছিল। এ বার ১৮টি বোমা পাওয়া গেল। তিনি বলেন, ‘‘তৃণমূলই ওখানে বোমা মজুত করে রেখেছিল।’’

অভিযোগ অস্বীকার করেছেন পচাগড় অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জয় বিশ্বাস। তাঁর অভিযোগ, বোমাগুলি বিজেপি মজুত করে রেখেছিল পুজোয় কোনও দুর্ঘটনা ঘটাতে। দুর্ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে দোষারোপ করার হয়তো পরিকল্পনা ছিল। সঞ্জয় বলেন, ‘‘মণ্ডল সভাপতিই হয়তো বোমা মজুত করে রেখেছিলেন।’’

আরও পড়ুন
Advertisement