Unnatural Death

আউশগ্রামে যুগলের দেহ উদ্ধার! আত্মহত্যা না কি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সোনামণি মুর্মু (২১) এবং গনেশ মেটে (২৪)। মাটির বাড়ির দোতলার কড়িকাঠের মধ্যে ওড়নার ফাঁসে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ২২:২২

—প্রতীকী চিত্র।

পূর্ব বর্ধমানের আউশগ্রামে বাড়ি থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে আউশগ্রামের দিগনগর গ্রামের মজুমদার পাড়ায় একটি বাড়ি থেকে গুসকরা ফাঁড়ির পুলিশ দেহ দু’টি উদ্ধার করে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সোনামণি মুর্মু (২১) এবং গনেশ মেটে (২৪)। মাটির বাড়ির দোতলার কড়িকাঠের মধ্যে ওড়নার ফাঁসে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ওই এলাকায় সোনামণির বিয়ে হয়েছিল। প্রায় দু’সপ্তাহ আগে পেশায় গাড়িচালক গনেশের সঙ্গে সোনামণি পালিয়ে বিয়ে করেন। এর পর শনিবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের সময় গনেশকে নাচানাচি করতেও দেখা গিয়েছিল বলে স্থানীয়েরা জানান। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, দু’জনে আত্মঘাতী হয়েছেন। তবে পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

Advertisement
আরও পড়ুন