Bangladeshi

বালুরঘাটে ধরা পড়লেন বাংলাদেশি যুবক, আটক আশ্রয়দাতা, ১৫ দিনে ৩ ভিন্‌দেশি ধৃত জেলায়!

বালুরঘাট থানার রাজুয়া গ্রাম থেকে মহসিন মণ্ডলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন তাঁর বাড়ি বাংলাদেশের পল্লিগ্রাম এলাকায়। তবে তাঁর কাছে কোনও বৈধ কাগজপত্র নেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭
Bangladeshi arrest

গত ১৫ দিনে দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেফতার তিন বাংলাদেশি। —প্রতীকী চিত্র।

আবার দক্ষিণ দিনাজপুর থেকে পাকড়াও হলেন বাংলাদেশি। ধৃতের নাম মহসিন মণ্ডল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বছর তেইশের এক যুবককে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযোগ, তাঁর কাছে ভারতে আসার কোনও বৈধ কাগজপত্র ছিল না। ওই বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বালুরঘাটের বাসিন্দা মোক্তার মণ্ডলকে। এ নিয়ে গত ১৫ দিনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বালুরঘাট থানার রাজুয়া গ্রাম থেকে মহসিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছেন তাঁর বাড়ি বাংলাদেশের পল্লিগ্রাম এলাকায়। তবে তাঁর কাছে বৈধ কাগজপত্র নেই। পাশাপাশি যাঁর বাড়িতে তিনি ছিলেন তাঁকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই অভিযুক্ত জানিয়েছেন, তাঁর দূর সম্পর্কের আত্মীয় মহসিন। তিনি জানতেন যে যুবকের কাছে ভারতে আসা এবং থাকার কোনও কাগজপত্র নেই। তা সত্ত্বেও তাঁকে থাকতে দেন এবং পুলিশপ্রশাসনের নজর এড়ানোর চেষ্টা করেন।

এর আগে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া হিলি ইমিগ্রেশন চেক পোস্টে নকল পাসপোর্ট বানিয়ে বাংলাদেশ যাওয়ার পথে একজনকে পাকড়াও করে পুলিশ। মহসিনের গ্রেফতারি নিয়ে ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, ‘‘আমরা গোপন সূত্রে আমরা খবর পাই যে, বালুরঘাট থানার রাজুয়া গ্রামে এক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ২৩ বছর বয়সি মহসিন মণ্ডলকে আটক করি। তাঁর কাছে কাগজপত্র ছিল না। তিনি স্বীকার করে নেন যে সে সব ছাড়াই তিনি এ রাজ্যে ঢুকেছেন। তবে কী কারণ ভারতে এসেছেন, তা এখনও জানা যায়নি। পরে যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অন্য দিকে, যিনি ওই যুবককে আশ্রয় দেন, সেই মোক্তার মণ্ডলকেও আমরা আটক করেছি। বাদবাকি তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন