এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
শীতের দিন। জমিয়ে ক্রিকেট খেলা হচ্ছিল। কিন্তু আচমকা ছন্দপতন। ব্যাট-বল ছেড়ে দুই দল শুরু করল হাতাহাতি। সেই গন্ডগোলের জেরে হাসপাতালে ভর্তি করাতে হল এক খেলোয়াড়কে। হল থানা-পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার শাসপাড়া-নামুপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গত বুধবার এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণকারী দুটি দলের খেলা বেশ জমে উঠেছিল। কিন্তু একটি ওভারে গিয়ে শুরু হয় অশান্তি। এক বোলারের পর পর তিন বলে তিন ছক্কা হাঁকান তাশিম শেখ নামে এক ব্যাটার। তখন তাঁকে স্লেজিং করেন বোলার এবং সঙ্গীরা। সেখান থেকে শুরু গন্ডগোলের। কথা কাটাকাটি এবং ঝগড়ার রেশ গড়ায় শুক্রবার পর্যন্ত।
অভিযোগ, শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন তিন বলে তিন ছক্কা হাঁকানো সেই ব্যাটার। হঠাৎ তাঁকে ঘিরে ধরেন কয়েক জন। সামান্য কথা কাটাকাটির মধ্যে শুরু হয় মারামারি। তখন তাশিমের উপর ধারালো অস্ত্র নিয়ে কয়েক জন চড়াও হন বলে অভিযোগ। তাঁকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনেরও হুমকি দেওয়া হয়। মারধর করে যুবককে রাস্তায় ফেলে পালান অভিযুক্তেরা।
অস্ত্রের কোপে গুরুতর জখম তাশিমকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় কান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জখম যুবকের পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।