Crocodile

মহানন্দার কুমির কোথায় চলেছে ভাসতে ভাসতে? পিছু ধাওয়া করেছেন বন দফতরের কর্মীরা

রবিবার সকালে পুরাতন মালদহের চালসাপাড়া এলাকায় মহানন্দা নদীতে কুমিরের দেখা পাওয়া যায়। নদীতে কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৫:১১
মালদহে মহানন্দায় কুমির আতঙ্ক।

মালদহে মহানন্দায় কুমির আতঙ্ক। — ফাইল চিত্র।

আবার কুমিরের দেখা মিলল মালদহে। এ বার কুমির দেখা গিয়েছে পুরাতন মালদহের চালসাপাড়া এলাকায়। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে কুমিরের উপর কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।

রবিবার সকালে পুরাতন মালদহের চালসাপাড়া এলাকায় মহানন্দা নদীতে কুমিরের দেখা পাওয়া যায়। নদীতে কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কালিন্দী নদী থেকে কুমিরটি এসে পড়ে মহানন্দা নদীতে। বন দফতরের কর্মীরা কুমিরটির গতিবিধির উপর নজর রাখছেন।

Advertisement

সহকারী বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস বলেন, ‘‘দিন কয়েক আগে কুমিরটি কালিন্দী নদীতে দেখা গিয়েছিল। এ বার দেখা গেল মহানন্দায়। আমরা কুমিরটির গতিবিধির উপর নজর রাখছি। দেখে মনে হচ্ছে, কুমিরটি বাংলাদেশের দিকে যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে আমাদের একটি দল এসেছে। তারা কুমিরের উপর নজর রাখছে। সুযোগ পেয়েই সেটাকে উদ্ধার করা হবে।’’ প্রসঙ্গত, দিন কয়েক আগে মালদহ জেলার মানিকচকের কালিন্দী নদীতে দেখা গিয়েছিল কুমির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement