Alipurduar Rape Case

আবার আলিপুরদুয়ার! ৯ বছরের নাবালিকাকে নদী থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ন’বছরের এক নাবালিকা নদীতে স্নান করতে গিয়েছিল। আচমকাই তাকে জল থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী যুবক। তার পর যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৭:৫৭

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফালাকাটার শিশুধর্ষণ এবং খুনের ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই আলিপুরদুয়ার জেলায় আরও একটি ধর্ষণের অভিযোগ উঠল! এ বার ঘটনাস্থল কুমারগ্রাম। অভিযোগ, ন’বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছেন তারই এক পূর্বপরিচিত। শনিবার বিকেলে এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এক জনে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তিনি ‘নির্যাতিতা’র পূর্বপরিচিত।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে ওই নাবালিকা নদীতে স্নান করতে গিয়েছিল। আচমকাই তাকে জল থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত। পরে রক্তাক্ত অবস্থায় ওই ‘নির্যাতিতা’কে উদ্ধার করেন স্থানীয়েরা। শুরু হয় হুলস্থুল। কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবককে খুঁজে বার করেন ‘নির্যাতিতা’র পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। অন্য দিকে, নাবালিকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সে।

শুক্রবার বিকেলে আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকায় জিলিপির লোভ দেখিয়ে এক পাঁচ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই ঘটনাতেও অভিযুক্ত ‘নির্যাতিতা’র পূর্বপরিচিত। তাঁকে ক্ষুব্ধ জনতা পিটিয়ে মেরে ফেলে। তবে শনিবার ওই ঘটনার প্রেক্ষিতে এক যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুরু হয়েছে নাবালিকার দেহের ময়নাতদন্ত। ফালাকাটাকাণ্ডের রেশ মিটতে না-মিটতেই আলিপুরদুয়ার জেলার আর এক প্রান্তে উঠল নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ।

Advertisement
আরও পড়ুন