West Bengal Weather Update

শীতকাল কবে আসবে স্পষ্ট নয় এখনও, আগামী পাঁচ দিন রাজ্যে হেরফের হচ্ছে না তাপমাত্রার

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ২১:১৭
দক্ষিণবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্কই থাকতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলি আপাতত শুষ্কই থাকতে পারে। — ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়লেই ফিরছে অস্বস্তি। উত্তরেও ঠান্ডার আমেজ নেই। নভেম্বর পড়তেই রাজ্যবাসীর প্রশ্ন, কবে আসবে শীতকাল? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তাই শীতকাল কবে আসবে, এখনই স্পষ্ট নয়। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী মঙ্গল এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই জেলাগুলির দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে সোমবার হালকা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি থেকে শনিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন
Advertisement