রাস্তায় পড়ে ছিলেন দু’জন! প্রচার সেরে ফেরার পথে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন সেলিম

নির্বাচনী প্রচার সেরে দলীয় কর্মীদের নিয়ে হরিহরপাড়া রাজ্য সড়ক ধরে ফিরছিলেন সেলিম। সেই সময় রাস্তার পাশে দুর্ঘটনায় আহত দু’জনকে পড়ে থাকতে দেখেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হরিহরপাড়া শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ২৩:৩৯
হাসপাতালে মহম্মদ সেলিম।

হাসপাতালে মহম্মদ সেলিম। —নিজস্ব চিত্র।

রাজ্য সড়কের উপর পড়ে ছিলেন দু’জন। নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে তাঁদের নিজের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে গেলেন মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম।

Advertisement

নির্বাচনী প্রচার সেরে দলীয় কর্মীদের নিয়ে হরিহরপাড়া রাজ্য সড়ক ধরে ফিরছিলেন সেলিম। সেই সময় রাস্তার পাশে দুর্ঘটনায় আহত দু’জনকে পড়ে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন। এর পর দু’জনকেই নিজের গাড়িতে তুলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান সেলিম। ভর্তি করান জরুরি বিভাগে। সিপিএম সূত্রে খবর, দু’জনকে জরুরি বিভাগ থেকে থেকে সাধারণ শয্যায় স্থানান্তরিত করা পর্যন্ত সেখানেই ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকের ধাক্কায় জখম হন ওই দু’জন। বাইকটি চালাচ্ছিলেন পুলিশকর্মী ভাস্কর সরকার। তিনিও জখম হন। সেলিম বলেন, ‘‘প্রচার সেরে ফেরার পথে রাস্তার পাশে আহত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখি। স্বাভাবিক ভাবেই তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করেছি। এটা এমন কিছুই নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement