Murshidabad

গাড়ি দুর্ঘটনায় মৃত দুই কাপড় ব্যবসায়ী, আশঙ্কাজনক চার জন

গাড়ি দুর্ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙায় মৃত্যু দু’জনের। জখমও হয়েছেন কয়েক জন। পুলিশ সূত্রে খবর, মৃত দু’জনের নাম রাজেশ সাহা (৪৩) এবং সুদেব সাহা (৪৬)। দু’জনেই কাপ়ড় ব্যবসায়ী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বেলডাঙা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ২১:৩৭

—প্রতীকী চিত্র।

গাড়ি দুর্ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙায় মৃত্যু দু’জনের। জখমও হয়েছেন কয়েক জন। পুলিশ সূত্রে খবর, মৃত দু’জনের নাম রাজেশ সাহা (৪৩) এবং সুদেব সাহা (৪৬)। দু’জনেই কাপ়ড় ব্যবসায়ী।

Advertisement

সোমবার রাতে বেলডাঙার দাদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার কাপড়ের হাট থেকে নদিয়ার কৃষ্ণনগরের দিকে ফিরছিল কাপড় ব্যবসায়ীদের একটি পিকআপ ভ্যান। সেই সময় আচমকা উল্টো দিক থেকে একটি ট্রাক চলে আসায় সঙ্গে সঙ্গে ব্রেক কষেছিলেন পিকআপ ভ্যানের চালক। তাতে পিকআপ ভ্যানের সামনের টায়ার ফেটে সেটি উল্টে যায়। স্থানীয়েরা এসে উদ্ধারকাজ শুরু করেন। পিকআপ ভ্যানে থাকা জখম যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় এক জনের। পরে জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও এক জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও চার জন।

মৃত যুবকের দাদা সুরজিৎ সাহা বলেন, ‘‘পুজোর সময় খুচরো বাজারে বিক্রির জন্য পাইকারি হাট থেকে জামা কাপড় আনতে গিয়েছিলেন ওঁরা। ফেরার পথে দুর্ঘটনায় আমার ভাই ও আরও এক জন মারা গিয়েছেন। বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক।’’ মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement