Matrimonial Advertisement

বাতকর্ম, ঢেঁকুর নিষিদ্ধ, হতে হবে সফল ব্যবসায়ী! ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে পছন্দ জানালেন তরুণী

পাত্রের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। ব্যবসায় দারুণ ভাবে সফল হতে হবে পাত্রকে। থাকতে হবে বিলাসবহুল বাংলো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০৭:৫৮

—প্রতীকী ছবি।

শিক্ষিতা, চাকরিও করেন। বয়স ৩০ বছর। তবে পাত্র চাইছেন কমবয়সি। তাঁকে হতে হবে বাবা-মায়ের একমাত্র সন্তান। ব্যবসায় দুর্দান্ত সফল হতে হবে। শুধু তাই নয়, বিয়ের জন্য তরুণী রেখেছেন বিশেষ শর্তও। খবরের কাগজে পাত্রপাত্রী বিভাগে বিজ্ঞাপন দিতেই তা নজরে পড়েন অনেকের। সমাজমাধ্যমেও সেই ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে (যদিও এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঋষি বাগরি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ‘পাত্র চাই’ বিভাগে একটি বিজ্ঞাপন দিয়েছেন এক তরুণী। বিজ্ঞাপনে তিনি জানিয়েছেন, তাঁর বয়স ৩০ বছর। কট্টর নারীবাদী তিনি। চাকরি করেন। পাত্রের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। ব্যবসায় দারুণ ভাবে সফল হতে হবে পাত্রকে। থাকতে হবে বিলাসবহুল বাংলো। বাংলো না থাকলেও অন্তত ২০ একর জমির উপর একটি ফার্মহাউস থাকা চাই-ই চাই। এবং পাত্র যেন রান্নাবান্না করতে পারেন।

তবে অপছন্দের জিনিসও জানিয়েছেন তরুণী। বাতকর্ম একেবারেই নিষিদ্ধ। ঢেঁকুর তোলাও পছন্দ করেন না তরুণী। এমন পাত্রই খুঁজছেন তিনি। বিজ্ঞাপনের ছবিটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে। এক নেটাগরিক বলেছেন, ‘‘অনলাইনে অর্ডার দিয়ে দিন। বাড়িতে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।’’ পরে অবশ্য জানা যায়, এই বিজ্ঞাপনটি অনেক পুরনো। ২০২১ সালে ওই তরুণী ৩০ বছরে পা দেন। মজার ছলে তরুণীর ভাই এবং প্রিয় বান্ধবী মিলে এমন পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন
Advertisement