coronavirus

নবদ্বীপে চালু হল টোটো অ্যাম্বুল্যান্স, রয়েছে অক্সিজেনের সুবিধাও

আরও সহজে সাধারণ মানুষ যাতে কাছের চিকিৎসা কেন্দ্রে যেতে পারেন, সেই কারণেই এই ব্যবস্থা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৭:০৮

নিজস্ব চিত্র

নবদ্বীপে চালু হল অভিনব টোটো অ্যাম্বুল্যান্স। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চেষ্টায় তৈরি এই টোটোতেই দেওয়া হবে অ্যাম্বুল্যান্সের যাবতীয় পরিষেবা। থাকবে অক্সিজেন সহায়তা, পিপিই কিট অন্যান্য জরুরি কিছু জিনিসও। একদিকে যখন করোনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স পেতে হিমশিম খেতে হচ্ছে, তখন এই পরিষেবা আশা জাগিয়েছে অনেকের মনে।

১০-১২ দিন আগে নবদ্বীপের মণিপুর সংলগ্ন এলাকার এক বাসিন্দার হঠাৎ শরীর খারাপ হওয়ায় অ্যাম্বুল্যান্সের দরকার পড়ে। তখন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যকে ফোন করলে তিনি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করেন। কিন্তু সেই অ্যাম্বুল্যান্সের চালক ১০ মিনিটের রাস্তার জন্য ১২০০ টাকা চান। সংক্রমিতের পরিবারের তত টাকা দেওয়ার ক্ষমতা না থাকায় রোগীকে নিয়ে যাওয়া হয় একটি টোটোয় করে। এই ঘটনার পরেই টোটো অ্যাম্বুল্যান্সের কথা মাথায় আসে সংগঠনের সদস্যদের। তাঁদের টোটো অ্যাম্বুলেন্সে মজুত আছে অক্সিজেনের ক্যান-সহ পিপিই কিট এবং অন্যান্য জরুরি জিনিস পত্র। টোটোটিকে অ্যাম্বুল্যান্সের রূপ দিতে খরচ হয়েছে হয় প্রায় ১ লক্ষ টাকা।

Advertisement

টোটো চালক ইন্দ্রনীল দাস বলেছেন, ‘‘স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোভিড মোকাবিলায় এই যে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে। এতে অংশ নিতে পেরে আমি খুশি।’’ সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, অ্যাম্বুল্যান্সটি রাত ১০ টার পরেও পাওয়া যাবে। পরিষেবা দেওয়া হবে বিনামূ্ল্যে।

আরও পড়ুন
Advertisement