রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন সেটির উদ্বোধন করে গিয়েছিলেন। —প্রতীকী ছবি।
স্কুলের মূল ফটকের পাশে ফাঁকা জমি। সেখানেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে পার্টি অফিস! যা নিয়ে বিতর্কে জড়াল শাসকদল তৃণমূল।
মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়িতে রাধাকান্তপুর এসএম মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের পাশে একটি জমিতে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি হয়েছে। রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন সেটির উদ্বোধন করে গিয়েছিলেন।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য , স্কুলের পাঁচিলের বাইরে ফাঁকা জায়গা পড়েছিল। সেখানে জঞ্জাল ফেলতেন সাধারণ মানুষ। ফলে জায়গাটি নোংরা অবস্থায় পড়েছিল। তাই ওই জায়গাটি পরিষ্কার করে পার্টি অফিস তৈরি করা হয়েছে। এর জন্য কারও সমস্যা হলে পার্টি অফিস ভেঙে দেওয়া হবে বলেই জানান তৃণমূল নেতৃত্ব।
স্থানীয়দের একাংশের দাবি, স্কুলের জমি ‘দখল’ করে পার্টি অফিস তৈরি করা হয়েছে। পাল্টা সৌমিক বলেন, ‘‘জোর করে সেখানে পার্টি অফিস তৈরি হয়নি । স্কুলের সীমানা প্রাচীর যখন তৈরি হয়েছিল, বাইরে দিকে খানিকটা অংশ ফাঁকা থেকে যায়। স্থানীয়েরাই সেখানে দলীয় কার্যালয় তৈরির জন্য অনুমতি দিয়েছিলেন। তাই কার্যালয় তৈরি করা হয়েছে।’’