arrest

বোনের ষড়যন্ত্রে খুন দাদা

খুনে ব্যবহৃত ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা 
তাহেরপুর শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ০৫:৪০
ধৃত বোন-সহ দুই।

ধৃত বোন-সহ দুই। নিজস্ব চিত্র।

দাদাকে খুন করা হয়েছে জানিয়ে পুলিশের কাছে প্রথম অভিযোগ জানিয়েছিলেন বোনই। তদন্তে নেমে পুলিশের কাছে স্পষ্ট হয় অন্য সত্য। জানা যায়, তাহেরপুর থানার গাঙননীতে ওই যুবক খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন সেই বোনই! ঘটনার দিন আততায়ীকে তিনিই দরজা খুলে দিয়েছিলেন! এর পরই বোন স্বাতী ভট্টাচার্য ও তাঁর বন্ধু বাদকুল্লার বাসিন্দা ভজন মিত্রকে গ্রেফতার করেছে তাহেরপুর থানার পুলিশ। স্বাতী তাঁর অপরাধ কবুল করেছেন বলে দাবি করেছে পুলিশ। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রানাঘাট) রূপান্তর সেনগুপ্ত বলেন, “নিহতের বোনই অভিযোগ করেছিল। পরে দেখা যায়, সেই ষড়যন্ত্রকারী।’’

গত ১২ মে সকালে তাহেরপুর থানার গাঙনীতে সমিত ভট্টাচার্য (৩৬) নামে এক যুবকের দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকেই। বিছানা পড়েছিল তাঁর দেহ। দেহে ঘাড়ে, পিঠে, পেটে একাধিক জায়গায় ছিল অস্ত্রের আঘাত। স্বাতীর বক্তব্যে যথেষ্ট ফাঁক ও অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। তাঁর ভূমিকা নিয়েই সন্দেহ তৈরি হয়। ১ জুন স্বাতীকে তাহেরপুর থানায় ডেকে পাঠায় পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে স্বাতী অপরাধের কথা স্বীকার করে নেয়। তদন্তে উঠে আসে তাঁর বিশেষ বন্ধু ভজন মিত্রের নামও। ২ জুন ভজনকে তাঁর বাদকুল্লার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। দুজনেই এখন পুলিশ হেফাজতে আছেন।

Advertisement

স্বাতী বিবাহিতা। তাঁর শ্বশুরবাড়ি ভদ্রেশ্বরে। তবে বিভিন্ন সময়ে তিনি বাপের বাড়ি এসে থাকতেন। বাজারে তার প্রচুর দেনা হয়েছিল। তা মেটানোর দাদাকে চাপ দিচ্ছিলেন। দাদা তাতে রাজি না-হওয়ায় স্বাতী দাদাকে খুনের ছক কষেন। ভজন মিত্রের সঙ্গে আগে থেকেই বিশেষ সম্পর্ক ছিল স্বাতীর। তিনি ভজনকে এই কাজে লাগান।

দাদাকে মারতে পারলে সব সম্পত্তি তাঁর হাতে চলে আসবে এবং দেনা মেটানোরও সুবিধা হবে ভেবেই স্বাতী তাঁকে খুনের পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে অন্য দিনের মতো নেশা করে বাড়ি ফেরেন সমিত। স্বাতী সেই সময়ে বাপের বাড়িতেই ছিলেন। দাদা ঘুমিয়ে পড়লে ভজনের জন্য বাড়ির দরজা খুলে দেন স্বাতীই। ঘুমন্ত সমিতকে ছুরি দিয়ে খুন করে চলে যান ভজন। খুনে ব্যবহৃত ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্ত চলাকালীন তিনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং একাধিক পরিজনের নাম এই খুনের সঙ্গে জড়িয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন
Advertisement