Murshidabad

সিভিকের ঝুলন্ত দেহ উদ্ধার কৃষ্ণনগরে, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ!

কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা মাধব সর্দার সিভিক ভলান্টিয়ার ছিলেন। পরিবারের দাবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের সঙ্গে একটি বিষয় নিয়ে বিবাদ চলছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:২৭

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির পিছনে বাগান থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায়। পরিবারের অভিযোগ, প্রাক্তন প্রধানের হুমকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মাধব সর্দার নামে ওই সিভিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উসিদপুর এলাকার বাসিন্দা মাধব। কোতোয়ালি থানারই সিভিক ভলান্টিয়ার ছিলেন তিনি। পরিবারের দাবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের সঙ্গে একটি বিষয় নিয়ে মাধবের বিবাদ চলছিল। প্রাক্তন প্রধান মাধবকে তাঁর কাজ কেড়ে নেবেন বলে হুমকি দেন। এ নিয়ে ৩৮ বছরের সিভিক ভলান্টিয়ার মানসিক চাপে ছিলেন বলে দাবি। মৃত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী পুষ্পরানি সর্দার বলেন, ‘‘আমার স্বামীকে তৃণমূলের প্রাক্তন প্রধান নিয়মিত হুমকি দিতেন। এ জন্য আমার স্বামী মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। প্রধানের হুমকির জেরেই উনি আত্মহত্যা করেছেন। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করুক। প্রকৃত দোষীর শাস্তির ব্যবস্থা করুক।’’

রবিবার সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ বলেন। তার পর ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় মিত কুমার মাকোয়ান বলেন, ‘‘পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অস্বাভাবিক মৃত্যুর পিছনে কোনও প্ররোচনা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন