ভেঙে পড়া রেলিং সরিয়ে চলছে উদ্ধারকাজ। — নিজস্ব চিত্র।
ছাদ ঢালাইয়ের সময় রেলিং ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটল নদিয়া জেলার রানাঘাটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চার শ্রমিক। এঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। চার শ্রমিককেই রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রবিবার সকালে রানাঘাটের আনুলিয়া বাজারচত্বরে একটি মার্কেট কমপ্লেক্সের ছাদ ঢালাইের কাজ চলছিল। ঢালাইয়ের জন্য তৈরি করা হয়েছিল বাঁশের রেলিং। দুপুর ১টা নাগাদ আচমকা রেলিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধসে যাওয়া রেলিংয়ের নীচে চাপা পড়ে যান চার শ্রমিক। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর আঘাত অন্যদের তুলনায় গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আনুলিয়া বাজারে একটি কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের জন্য ভাড়া (বাঁশের রেলিং) বাঁধা হয়েছিল। এর পর শুরু হয়েছিল ঢালাইয়ের কাজ। দুপুর ১টা নাগাদ আচমকা বিকট শব্দ শুনে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়েরা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে পড়েছে রেলিং। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। রেলিংয়ের নীচে চাপা পড়ে যাওয়া চার শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।