BSF Outpost in Murshidabad

বিএসএফের আউটপোস্ট থেকে পাম্প খুলে চম্পট দুই চোরের, মুর্শিদাবাদে ফুটেজ দেখিয়ে চলছে খোঁজ

দুষ্কৃতীরা গত শনিবার বিকেলে বিএসএফ আউটপোস্ট থেকে জলের পাম্প চুরি করেছে। সেই ঘটনা বিএসএফের বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর ওই ভিডিয়ো ফুটেজ দেখিয়ে চোরের সন্ধানে নেমেছে বিএসএফ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৭
বিএসএফের আউটপোস্ট থেকে জলের পাম্প চুরির অভিযোগ।

বিএসএফের আউটপোস্ট থেকে জলের পাম্প চুরির অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র আউটপোস্ট থেকে জলের পাম্প চুরির অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগরের কাহারপাড়া সীমান্তের কালিমদ্দির ট্যাঁক এলাকার ঘটনা। চুরির ঘটনায় অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে বিএসএফ। এলাকাবাসীদের ঘটনার ফুটেজ দেখিয়ে চোরকে শনাক্ত করার চেষ্টা করেছে। ইতিমধ্যে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, দুষ্কৃতীরা গত শনিবার বিকেলে বিএসএফ আউটপোস্ট থেকে জলের পাম্প চুরি করেছে। সেই ঘটনা বিএসএফের বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আর ওই ভিডিয়ো ফুটেজ দেখিয়ে চোরের সন্ধানে নেমেছে বিএসএফ।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই চোর পৃথক পৃথক সময়ে এলাকায় পৌঁছন। তার পরে পরিত্যক্ত আউটপোস্টের পিছনে গিয়ে জলের পাম্প তুলে চম্পট দিচ্ছেন তাঁরা। ফুটেজ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, চুরির জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন অভিযুক্তেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক চোর আগে তার বাইকটিকে আউটপোস্টের কাছে রেখে সরে যান। পরে সেখানে সাইকেল নিয়ে হাজির হন আরেক জন। তিনি ভিতরে ঢুকে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করেন। তার পরেই পৌঁছে যান সেই যুবক, যিনি বাইক রাখতে এসেছিলেন। তিনি মোটর খুলে রেখে বাইকে উঠে চলে যান। পরে দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থল থেকে মোটর তুলে চম্পট দেন বলে অভিযোগ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জলের পাম্পটি গ্রিন টয়লেটে জল সরবরাহ অব্যাহত রাখার জন্য ৯ জানুয়ারি লাগানো হয়েছিল। আর তার দু’দিন পরে ১১ জানুয়ারি সেটি চুরি হয়। ঘটনার পর বিএসএফ দিন তিনেক ধরে এলাকার মানুষজনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখান। শেষ পর্যন্ত মঙ্গলবার পাম্প চুরি নিয়ে থানায় অভিযোগ করা হয়।

Advertisement
আরও পড়ুন