Crime

ঘরে ঢুকে ভাইবোনকে কোপানোর অভিযোগ মুর্শিদাবাদে! সম্পত্তির বিবাদে রাজনীতির রং

ব্যক্তিগত সম্পত্তির বিবাদে রাজনীতি জড়ানোয় চাপানউতর তীব্র হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আক্রান্তরা তাঁদের দলের সমর্থক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ভাইবোনের উপর হামলা চালিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রানিনগর  শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ২১:০২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়িতে ঢুকে দুই ভাইবোনকে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মঙ্গলবার মুর্শিদাবাদের রানিনগরের এই ঘটনা ঘিরে জোর তরজা কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। গুরুতর আহত অবস্থায় ওই দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় মোট ন’জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জমি বিবাদকে কেন্দ্র করে ওই অশান্তির সূত্রপাত। মঙ্গলবার রানিনগরের রামনগর নতুনপাড়া গ্রামের বাসিন্দা রবিউল শেখের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রমণে রবিউল এবং তাঁর বোন লীলা খাতুন গুরুতর জখম হন। অভিযোগ, তাঁদের উপর অস্ত্র নিয়ে হামলা হয়। পরে পরিবারের অন্যান্য সদস্য তাঁদের উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। কিন্তু, ব্যক্তিগত সম্পত্তির বিবাদে রাজনীতি জড়ানোয় চাপানউতর তীব্র হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আক্রান্তরা তাঁদের দলের সমর্থক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ভাইবোনের উপর হামলা চালিয়েছে। যদিও ওই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

হামলার ঘটনা নিয়ে আক্রান্ত লীলার দাবি, আক্রমণের পিছনে রাজনৈতিক মদত রয়েছে। তাঁর কথায়, ‘‘বাড়িতে বসে ছিলাম। হঠাৎ করে নয়-দশ জন ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগে আমাকে আর দাদাকে এলোপাথাড়ি কোপাতে থাকে ওরা। ওদের পিছনে রাজনৈতিক দলের মদত আছে।’’ যদিও কোনও রাজনৈতিক দলের নাম নেননি তিনি।

ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‘যে কোনও অভিযোগ পেলেই খতিয়ে দেখা দস্তুর। আক্রান্ত এবং অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হবে। তদন্ত চলছে।’’

আরও পড়ুন
Advertisement