Manipur

মণিপুরে জঙ্গি হামলায় নিহত জওয়ানের দেহ ফিরল কান্দির গ্রামে

শনিবার মণিপুরে আসাম রেজিমেন্টের উপর জঙ্গি হামলা হয়েছিল। ওই হামলায় এক অফিসার-সহ মোট ছ’জন ঘটনাস্থলে নিহত হন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১৭:৫১
শ্যামল দাসের কফিনবন্দি দেহ।

শ্যামল দাসের কফিনবন্দি দেহ। —নিজস্ব চিত্র।

মণিপুরে জঙ্গি হামলায় নিহত আসাম রাইফেলসের জওয়ান শ্যামল দাসের কফিনবন্দি দেহ ফিরল তাঁর গ্রামের বাড়িতে। মুর্শিদাবাদের কান্দির কীর্তিপুর গ্রামের বাসিন্দা শ্যামলের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার বিকেলে এলাকাবাসীর ভিড় জমে যায়। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্যামলের শেষকৃত্য করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক-সহ জেলা প্রশাসনের কর্তারাও।

শনিবার মণিপুরে আসাম রেজিমেন্টের উপর জঙ্গি হামলা হয়েছিল। ওই হামলায় এক অফিসার-সহ মোট ছ’জন ঘটনাস্থলে নিহত হন। সোমবার মণিপুর থেকে কীর্তিপুরে শ্যামলের নিথর দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিজন-সহ গোটা গ্রামের বাসিন্দারা। ভূমিপুত্রের শেষকৃত্যে ভিড় করেন অগণিত সাধারণ মানুষ। শ্যামলের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তথা শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদের জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত-সহ বিশিষ্ঠরা।

Advertisement
আরও পড়ুন
Advertisement