Mamata Banerjee

আসার কথা মুখ্যমন্ত্রীর, শুরু হয়েছে প্রস্তুতি

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নবাব বাহাদুর'স ইনস্টিটিউশনের শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের মধ্যেও রয়েছে চরম উৎকণ্ঠা।

Advertisement
মনোদীপ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:২৪
আসবেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি।

আসবেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি। ছবি:মনোদীপ বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর’স ইনস্টিটিউশনের মাঠে আগামী সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা করার কথা। সে দিন জেলায় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। আবার জেলার বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কথা।

Advertisement

শুক্রবার মুখ্যমন্ত্রীর সভাস্থলের মাঠ পরিদর্শন করেছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান থেকে শুরু করে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব-সহ অন্য আধিকারিকেরা। এ দিন সকাল থেকেই জেলা পুলিশ প্রশাসনিক কর্তারা মাঠ ঘুরে দেখেন। সভাস্থলের পাশে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নবাব বাহাদুর'স ইনস্টিটিউশনের শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের মধ্যেও রয়েছে চরম উৎকণ্ঠা। ২০০ বছরের ইতিহাসে প্রথম কোনও মুখ্যমন্ত্রী তাঁদের বিদ্যালয়ে আসবেন বলে আশা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তৃণমূলেও তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় বৈঠক করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। সেখানে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘সোমবার ৫০ হাজার লোকের জমায়েত হবে বলে আমি আশা করছি। তার জন্য গাড়ির ব্যবস্থা করছি।’’

Advertisement
আরও পড়ুন