BJP

কৃষ্ণনগরে মুকুলের সংবর্ধনা সভায় দলের কর্মীদের ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি

রবিবার মুকুল পৌঁছানোর পরেই তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান তৃণমূল নেতৃত্ব। তারপরেই হুড়োহুড়ি করে সমর্থকরা মুকুলের দিকে এগিয়ে আসতে থাকেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ২২:৪৩

নিজস্ব চিত্র

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর রবিবার প্রথম কৃষ্ণনগর নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখেন মুকুল রায়। কিন্তু মুকুলের সেই সংবর্ধনা সভায় সৃষ্টি হল চূড়ান্ত বিশৃঙ্খলা। বিধায়কের সামনেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সমর্থকরা। শেষে কোনও রকমে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু লাভ হয়নি। শেষে বাধ্য হয়ে সভাস্থল ছাড়েন মুকুল।

রবিবার মুকুল পৌঁছানোর পরেই তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান তৃণমূল নেতৃত্ব। তারপরেই হুড়োহুড়ি করে সমর্থকরা মুকুলের দিকে এগিয়ে আসতে থাকেন। তাঁর সামনেই শুরু হয় ধাক্কাধাক্কি। মুকুল বলার চেষ্টা করেন, তিনি বিধানসভা এলাকায় মানুষের সঙ্গে কথা বলে এসেছেন। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই সভা ছাড়েন তিনি। কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

Advertisement
আরও পড়ুন
Advertisement