এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
সকাল থেকে খোঁজ মিলছিল না ছেলের। তার খোঁজ পেতে ভাইয়ের বাইকে চেপে আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরছিলেন মা। হঠাৎ দুর্ঘটনা। বাইকের পিছনের আসন থেকে পড়ে মৃত্যু হল ওই মহিলার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকার ঘটনা। রাতেই আহত ওই মহিলাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতার নাম মিতালি মণ্ডল। ৩৮ বছরের ওই মহিলার বাড়ি নওদা থানার সর্বাঙ্গপুরে। পরিবার সূত্রে খবর, বুধবার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় মিতালির নাবালক পুত্র। রাত পর্যন্ত তার কোনও সন্ধান না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। এর পর বৃহস্পতিবার দুপুরে ভাই দেবাশিস মণ্ডলকে সঙ্গে নিয়ে নওদা থানায় যান মিতালি। ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে আত্মীয়দের বাড়িতে কোনও খোঁজ পাওয়া যায় কি না দেখতে বেরিয়েছিলেন। আমতলা এলাকায় রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় খারাপ রাস্তার কারণে ঝাঁকুনি হয় বাইকে। মিতালি পিছনের আসন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। মিতালির ভাই প্রথমে কিছু বুঝতে না পেরে বাইক নিয়ে এগিয়ে যান। পথচলতি কয়েক জন চিৎকার করে তাঁকে বাইক থামাতে বলেন।
মিতালির মাথায় আঘাত গুরুতর ছিল। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল বলেন, ‘‘মা মামার মোটরবাইকে চড়ে যাচ্ছিল। মামার কোনও দোষ ছিল না। রাস্তা খারাপের কারণে মা বাইকের পিছন থেকে পড়ে গিয়েছিল।’’ অন্য দিকে, নিখোঁজ ছেলেটিকে এখনও পাওয়া যায়নি।