STF

সাড়ে আট কেজি আফিম-সহ নদিয়ার কালীগঞ্জে এসটিএফের হাতে গ্রেফতার এক, চলছে চক্রের খোঁজ

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আব্বাস মণ্ডল। পলাশির গোবিন্দপুর এলাকার বাসিন্দা তিনি। তল্লাশির সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে হেরোইন তৈরির কাঁচামাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কালীগঞ্জ শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৮:৩৬
Arrest

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যাগে ভরে আফিম পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায়। অভিযুক্তের কাছ সাড়ে আট কেজি আফিম উদ্ধার করেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আব্বাস মণ্ডল। পলাশির গোবিন্দপুর এলাকার বাসিন্দা তিনি। গোপন সূত্রে আফিম পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকায় অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের বিশেষ দল। তাতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালানোর সময় তাঁর কাছ থেকে উদ্ধার হয় হেরোইন তৈরির কাঁচামাল। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পলাশিপাড়ার নলদহ এলাকায় ওই মাদক নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত।

কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তমকুমার ঘোষ বলেন, ‘‘এসটিএফের একটি অভিযানে মাদকদ্রব্য-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকিটা তদন্তসাপেক্ষ।’’

শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করানো হলে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে নেশাজাত দ্রব্যের পাচার চক্রের হদিস পাওয়ার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, অভিযুক্তের সঙ্গে বড় কোনও চক্রের যোগ রয়েছে।

আরও পড়ুন
Advertisement