Nabadwip

নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার কথা বলে অপহরণের অভিযোগ, নবদ্বীপে যুবক গ্রেফতার, উদ্ধার কিশোরী

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা এক ছাত্রী স্থানীয় বাজারে গিয়েছিল। কিন্তু তার পর আর বাড়ি ফেরেনি বলে অভিযোগ করে পরিবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৫

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কিছু কেনাকাটা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নবম শ্রেণির ছাত্রী। ঘণ্টা তিনেক পেরিয়ে যাওয়ার পর চিন্তায় পড়ে যায় পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও মেয়েকে না পেয়ে পুলিশের কাছে যান বাবা। সোমবার নদিয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকা থেকে নিখোঁজ ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। নাবালিকার সঙ্গে ছিলেন এক যুবক। ছাত্রীকে অপহরণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত যুবককে আদালতে হাজির করানো হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা এক ছাত্রী স্থানীয় বাজারে গিয়েছিল। কিন্তু তার পর আর বাড়ি ফেরেনি বলে অভিযোগ করে পরিবার। পরে পরিবারের লোকজনই জানতে পারে যে প্রতাপনগরের শিবম ঘোষ নামে এক যুবকের সঙ্গে তাদের মেয়ে রয়েছে। তারা অভিযোগ করে মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নাবালিকাকে বিয়ে করার কথা বলেছিলেন অভিযুক্ত। রাতে মেয়েটির বাবা নবদ্বীপ থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। নানাবিধ জায়গায় খোঁজ শুরু হয় ছাত্রীর। সোমবার নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। তার সঙ্গেই ছিল অভিযুক্ত। তাঁকে পাকড়াও করা হয়েছে।

নাবালিকার বাবার অভিযোগ, ‘‘আনার মেয়েকে বিয়ের কথা বলে অপহরণ করেছিল ওই যুবক। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় সুযোগ নিয়েছে ও। আমরা ওর শাস্তি চাই।’’ পুলশ জানিয়েছে, আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হচ্ছে অভিযুক্তকে।

Advertisement
আরও পড়ুন