Calcutta High Court

এত জঞ্জাল! জঙ্গিপুর মহকুমা আদালতে আবর্জনার স্তূপ দেখে ক্ষুব্ধ হাই কোর্টের বিচারপতি মান্থা

শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদে পৌঁছন বিচারপতি মান্থা। এর পর শনিবার সকালে বিভিন্ন আদালত পরিদর্শনে বেরোন বহরমপুর সার্কিট হাউস থেকে। প্রথমে তিনি জঙ্গিপুর মহকুমা আদালতে যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩:১৩
An image of

—নিজস্ব চিত্র।

চারিদিকে ডাঁই করা জঞ্জাল! আদালত চত্বরে জঞ্জালের স্তূপ দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। জঙ্গিপুর মহকুমা আদালতের এ রকম অবস্থা কেন, তা জানতেও চান তিনি। এর পরেই দ্রুত সেই জঞ্জাল পরিষ্কারের নির্দেশ দেন। পরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিচারপতির নির্দেশ মেনে ২৪ ঘণ্টার মধ্যে আদালত চত্বর পরিষ্কার করে ফেলা হবে।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদে পৌঁছন বিচারপতি মান্থা। এর পর শনিবার সকালে বিভিন্ন আদালত পরিদর্শনে বেরোন বহরমপুর সার্কিট হাউস থেকে। প্রথমে তিনি জঙ্গিপুর মহকুমা আদালতে যান। সেখানকার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। আইনজীবী এবং বিচারকদের সঙ্গেও কথা বলেন। বেরিয়ে যাওয়ার সময় আদালত চত্বর আবর্জনা দেখে ক্ষুব্ধ হন তিনি। বিচারপতির নির্দেশের পর জঙ্গিপুর মহকুমা আদালতের কর্মচারী মানস নস্কর বলেন, ‘‘পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। আমরা পুরসভাকে জানিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”

পরে কান্দি মহকুমা আদালত, লালবাগ মহকুমা আদালত ও জেলা আদালতেও যান বিচারপতি মান্থা।

a

আরও পড়ুন
Advertisement