জঙ্গিপুরে প্রচারে নিশীথ প্রমাণিক। নিজস্ব চিত্র
আগামী ৩০ সেপ্টেম্বর বিধানসভা ভোট জঙ্গিপুর এবং শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তার আগে শনিবার জঙ্গিপুর বিধানসভা এলাকায় ভোটপ্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক। যা নিয়ে উচ্ছ্বাস দেখা দেয় বিজেপি শিবিরে। যদিও বেলায় বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই বিপুল উচ্ছ্বাস দেখা দেয় জোড়াফুল শিবিরে।
শনিবার জঙ্গিপুরের আহিরণ এলাকায় হেঁটে প্রচার করেন নিশীথ। জঙ্গিপুরে বিজেপি-র প্রার্থী দলের উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি সুজিত দাস। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রাজ্যের প্রাক্তন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তৃণমূলকে বিঁধে নিশীথ বলেন, ‘‘যে ভাবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে তা মানুষ মনে রেখেছেন। ফলে জঙ্গিপুর এবং শমসেরগঞ্জ বিধানসভার ভোটে মানুষ বিজেপি-কে ভোট দিয়ে শক্তিশালী করবে।’’ মুর্শিদাবাদের দু’টি আসনেই তৃণমূল জিতবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
এ নিয়ে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির পাল্টা দাবি করেন, ‘‘এই কেন্দ্রে তৃণমূলই জিতবে। বিজেপি-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে মানুষ তাঁকে দুশোর বেশি আসন দিয়েছেন। বিজেপি ছেড়ে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করেছেন। ফলে এ রাজ্যে আগামী দিনে বিজেপি বলে কিছু থাকবে না।’’