পুত্রের মৃত্যুর পর অবসাদগ্রস্ত পিতার আত্মহত্যা মুর্শিদাবাদে। —প্রতীকী চিত্র।
মাস তিনেক আগে আত্মঘাতী হয়েছিলেন পুত্র। এর মধ্যেই চরম সিদ্ধান্ত নিলেন পিতা। বহরমপুরের আঁধারমানিক এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বছর বাহান্নর ব্রহ্মপদ দাস। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আঁধারমানিক এলাকার বাসিন্দা, ৫২ বছর বয়সি ব্রহ্মপদ দাস ঠিকাদারির কাজ করতেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ব্রহ্মপদের কনিষ্ঠ পুত্র আত্মঘাতী হন। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার নিজের বাড়ি থেকেই ব্রহ্মপদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ দেহ উদ্ধার করার পর সেটি ময়নাতন্তের জন্য পাঠিয়েছে। পুত্রের মৃত্যুশোকেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান পরিবারের সদস্যদের। ব্রহ্মপদের এক আত্মীয় হীরালাল দাস বলেন, “অসুস্থ ছিলেন। কয়েক মাস আগে ওঁর পুত্রও আত্মঘাতী হন। সেই চিন্তা আর শোকেই আত্মহত্যা করেছেন।”