Nabadwip

আদালতের নির্দেশ অমান্য করে খেলার মাঠ দখলের চেষ্টা! রণক্ষেত্র নবদ্বীপ

স্থানীয় সূত্রে খবর, কানাইনগর বটতলা এলাকায় একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে খেলাধুলো করেন স্থানীয়েরা। অভিযোগ, ওই খেলার জমিটি এলাকার তিন প্রোমোটার জবরদখলের চেষ্টা করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২৩:৫১

—নিজস্ব চিত্র।

খেলার মাঠ দখল ঘিরে উত্তপ্ত হল নবদ্বীপ। দখলে বাধা দিতে গেলে গ্রামবাসীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। নবদ্বীপ থানার কানাইনগর বটতলা এলাকায় ঘটনা ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কানাইনগর বটতলা এলাকায় একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে খেলাধুলো করেন স্থানীয়েরা। অভিযোগ, ওই খেলার জমিটি এলাকার তিন প্রোমোটার জবরদখলের চেষ্টা করছেন। যার কারণে মাঝেমধ্যে এলাকাবাসীর সঙ্গে ওই প্রোমোটারদের ঝামেলা লেগেই থাকত।

এর আগে ওই তিন প্রোমোটারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে আদালতে গিয়ে এলাকাবাসী দাবি করেন, ‘‘যদি ওই প্রোমোটারেরা খেলার মাঠের নথি দেখাতে পারে, তা হলে আমরা খেলার মাঠটি ছেড়ে দেব।” কিন্তু সময়মতো কোনও রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত প্রোমোটাররা।

এলাকাবাসীর দাবি, সেই কারণেই আদালত তাঁদের মাঠে খেলার জন্য অনুমতি দেয়। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশিকা অমান্য করে ওই খেলার মাঠে থাকা গোলপোস্ট এবং পিলার তুলে ফেলেন ওই প্রোমোটারেরা। এর পর এলাকাবাসীর নজরে বিষয়টি এলে প্রতিবাদ করতে শুরু করেন তাঁরা। অভিযোগ, এর পরেই ওই প্রোমোটারেরা অন্যান্য এলাকা থেকে বেশ কয়েক জন দুষ্কৃতীকে নিয়ে গিয়ে গ্রামবাসীদের উপর হামলা চালান।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। বর্তমানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা রয়েছে সেখানে।

Advertisement
আরও পড়ুন