ডায়মন্ড হারবার এফসির ফুটবলারেরা। —ফাইল চিত্র।
আই লিগ ২ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর আই লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আগামী রবিবার, ২৭ এপ্রিল বিজয় উৎসবের আয়োজন করেছিলেন ক্লাব কর্তৃপক্ষ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে অনির্দিষ্ট কালের জন্য বিজয় উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তাঁরা।
বিবৃতি দিয়ে বিজয় উৎসব স্থগিত রাখার কথা জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। আপাতত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের চিফ প্যাট্রন তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশে থাকতে এখন কোনও রকম উৎসব করার পক্ষে নন অভিষেক। যে বিজয় যাত্রার পরিকল্পনা করা হয়েছিল, তা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখতে বলেছেন তিনি।
২০২২ সালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেছিলেন অভিষেক। তিন বছরের মধ্যে তারা আই লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিল। গত বছর আই লিগ ৩ জিতে আই লিগ ২-এর যোগ্যতা অর্জন করেছিল ডায়মন্ড হারবার। একটি মরসুমেই তারা আই লিগের যোগ্যতা অর্জন করে নিয়েছে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের অন্যতম শক্তিশালী দল এখন ডায়মন্ড হারবার। জাতীয় স্তরে আর এক ধাপ এগোতে পারলেই বাংলার চতুর্থ দল হিসাবে আইএসএল খেলার ছাড়পত্র পাবে ডায়মন্ড হারবার এফসি।