Dengue Death

কয়েক দিনের জ্বরে ভুগেই মৃত্যু মহিলার, মুর্শিদাবাদে আরও এক প্রাণ কাড়ল ডেঙ্গি

মুর্শিদাবাদের দফাহাটের বাসিন্দা ৫০ বছরের আরতি বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাও ছিল। শুক্রবার তাঁকে মহিষাইল ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৫:৪৪

—প্রতীকী চিত্র।

আবার মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল সুতির এক প্রৌঢ়ার। গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে তাঁকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রক্তপরীক্ষায় ডেঙ্গি নিশ্চিত হওয়ার পর তাঁকে স্থানান্তর করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসারত অবস্থায় সেখানে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ওই মৃতার নাম আরতি সাহা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের দফাহাটের বাসিন্দা ৫০ বছরের আরতি বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাও ছিল। শুক্রবার তাঁকে মহিষাইল ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রক্তপরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। রবিবারই নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া মৃত্যুর শংসাপত্রে কারণ হিসাবে ডেঙ্গির উল্লেখ রয়েছে। বস্তুত, রাজ্যের যে কয়েক’টা জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্ত, তার মধ্যে প্রথম দিকে রয়েছে মুর্শিদাবাদ। এখনও অনেকেই জ্বরে ভুগছেন। অনেকের ডেঙ্গি ধরা পড়েছে। তার মধ্যে ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়।

চলতি মরসুমে ডেঙ্গি আক্রান্তের নিরিখে প্রথমেই রয়েছে উত্তর ২৪ পরগনা। তিনে মুর্শিদাবাদ। জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখন মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। সংক্রমণের বিচারে চতুর্থ স্থানে রয়েছে নদিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, জ্বর হলে ডেঙ্গি পরীক্ষা এখন বাধ্যতামূলক। সম্ভব হলে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে হবে। পেটে ব্যথা, মাথা ঘোরা, বমির মতোর উপসর্গ দেখা দিলে বাড়তি গুরুত্ব দিয়ে চিকিৎসার প্রয়োজন। আর চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না।

আরও পড়ুন
Advertisement