মুর্শিদাবাদ পুরসভায় বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আর্থিক তছরুপের অভিযোগে চার পুরকর্মীকে বরখাস্তের সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদ পুরসভা। মঙ্গলবার পুরসভার এগ্জ়িকিউটিভ অফিসারের উপস্থিতিতে বোর্ড অফ কাউন্সিলর্সের বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই পুরকর্মীদের বিরুদ্ধে নানা অনিয়ম এবং আর্থিক তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। পুর চেয়ারম্যান তথা পুর প্রশাসনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মুর্শিদাবাদ পুরসভায় বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ ওঠে। সে নিয়ে বছর কয়েক আগে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল। প্রসেনজিৎ আগে ছিলেন তৃণমূলে। পরে নির্দল হিসাবে ভোটে লড়ে কাউন্সিলর হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০১২ থেকে ২০২২ সাল, এই ১০ বছরে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে মুর্শিদাবাদ পুরসভায়। ২০১৬ সালের পর থেকে ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগ করেন তিনি।
অন্য দিকে, বিভিন্ন প্রকল্পের কাজের দায়িত্ব ছিল চার পুরকর্মীর উপরে। কিন্তু গ্রিন সিটি, রাস্তা নির্মাণ, আবাস যোজনা এবং নিকাশি নালার কাজ না-করেও পুরসভার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সে নিয়ে অন্তর্তদন্ত হয়। তার পরেই ওই পুরকর্মীদের বরখাস্ত করা হচ্ছে বলে খবর। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, ‘‘ওই চার পুরকর্মীর ‘চার্জ’ (কাজকর্ম) এগ্জ়িকিউটিভ অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনিই পরবর্তী পদক্ষেপ করবেন।’’ এগ্জ়িকিউটিভ অফিসার দেবাশিস সরকার জানান, ডিএলবির নির্দেশে পুরসভার চার অফিসারকে শো-কজ় করা হয়েছিল। মঙ্গলবার তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হল।