— প্রতীকী চিত্র।
কাজের সূত্রে দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন দুই তুতো ভাই। বাড়িও ফিরেছিলেন একসঙ্গে। পথ দুর্ঘটনায় একসঙ্গেই প্রাণ হারালেন দুই ভাই। মুর্শিদাবাদের কান্দির হাটপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম আকসারউদ্দিন শেখ (২৯) এবং চাঁদ মহম্মদ শেখ (২৮)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ির সকলের জন্য বিরিয়ানি কিনতে গিয়েছিলেন দুই ভাই। এক জন বাইক চালাচ্ছিলেন। অন্য জন পিছনের আসনে বসেছিলেন। বিরিয়ানি কিনে ফেরার পথে একটি ডাম্পার ধাক্কা মারে তাঁদের বাইকটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আকসারউদ্দিন এবং চাঁদ মহম্মদের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ডাম্পার এবং বাইকটিকে আটক করেছে। তবে ডাম্পারের চালক পলাতক। পাশাপাশি শনিবার দেহের ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, চাঁদ এবং আকসার, দুই তুতো ভাইয়ের ছোটবেলা থেকেই খুব ভাল সম্পর্ক। ভিন্দেশে কাজেও গিয়েছিলেন একসঙ্গে। সৌদি থেকে বাড়ি ফিরেছিলেন বলে বাড়ির সকলেই খুব খুশি ছিলেন। শুক্রবার রাতে দু’জনেই নিজেদের বাড়িতে রাতে রান্না করতে বারণ করে দিয়েছিলেন। বাড়ির কাছে একটি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসবেন বলে বাইকে বেরিয়েছিলেন। বিরিয়ানি কিনে আবার বাইকে ওঠেন দুই ভাই। বাইক চালাচ্ছিলেন আকসার। তবে রেস্টুরেন্ট থেকে মাত্র ৫০০ মিটার দূরে বহরমপুর-সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়কে একটি ডাম্পার এসে ধাক্কা মারে বাইকে। দুই বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়েন। স্থানীয়েরা দু’জনকে উদ্ধার করে কান্দি মহাকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের আত্মীয় সানোয়ার শেখ বলেন, ‘‘অতিরিক্ত গতি থাকার কারণে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছন থেকে ধাক্কা দেয়। দু’জনের কাউকে বাঁচাতে পারলাম না।’’ এ ভাবে দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।