Vidyasagar University Midnapore

১২ অগস্ট থেকে প্রবেশিকা শুরু বিশ্ববিদ্যালয়ে

সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে। যেমন ১২ অগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইংরেজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বায়ো মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রবেশিকা হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:৩১
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। —ফাইল চিত্র।

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা ফিরছে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। প্রবেশিকার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। ১২ অগস্ট থেকে শুরু হচ্ছে প্রবেশিকা। বস্তুত, গত ক’বছর স্নাতকের ফলের ভিত্তিতে ভর্তি হয়েছে। এ বার আর তা হবে না। ফিরছে ভর্তির ওই পরীক্ষা। এর আগে শেষ ২০১৯ সালে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল এখানে। তারপর থেকে বন্ধই ছিল। মাঝে অতিমারি পরিস্থিতি গিয়েছে। এ বার স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা (কমন এন্ট্রান্স টেস্ট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

এক ঘণ্টার প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। ১২, ১৩, ১৪ অগস্ট- এই তিন দিন প্রবেশিকা পরীক্ষা হবে। কোন দিন, কখন, কোন বিষয়ের পরীক্ষা হবে, সূচিতে তা জানানো রয়েছে। সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে। যেমন ১২ অগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইংরেজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বায়ো মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রবেশিকা হবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত হিন্দি, দর্শন, সংস্কৃত, নৃতত্ত্ব, রসায়ন, ইলেকট্রনিক্সের প্রবেশিকা হবে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লাইব্রেরি সায়েন্সের প্রবেশিকা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলেন, ‘‘স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে এ বার কমন এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে।’’

গত ১২ জুলাই থেকে শুরু হয়েছিল অনলাইনে ফর্মফিলাপ। শুরুতে ঠিক ছিল, ২৬ জুলাই পর্যন্ত ফর্মফিলাপ চলবে। পরে দিন বাড়িয়ে ৫ অগস্ট পর্যন্ত করা হয়েছিল। পরীক্ষায় বসতে ইচ্ছুক আবেদনকারীদের নামের তালিকা প্রকাশিত হবে। আজ, বৃহস্পতিবারই এই ‘প্রভিশনাল লিস্ট’ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কাল, শুক্রবার থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। প্রবেশিকা পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা পরে জানানো হবে।

ভর্তির ক্ষেত্রে ৮০- ২০ ফর্মুলা থাকছে। বছর পাঁচেক আগে যখন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হয়েছিল, তখন ৬০- ৪০ ফর্মুলা ছিল। অর্থাৎ, মোট আসনের মধ্যে ৬০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়ারা। বাকি ৪০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়ারা। এ বার ৮০- ২০ সংরক্ষণ থাকছে। অর্থাৎ, মোট আসনের মধ্যে ৮০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়াদের। বাকি ২০ শতাংশ আসনে ভর্তি হওয়ার সুযোগ থাকছে অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির পড়ুয়াদের।

Advertisement
আরও পড়ুন