Durga Puja 2023

পুজো উদ্বোধনে লড়াই শুভেন্দু ও সৌমেনের

Advertisement
নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ০৭:৫২
মন্ডপে যাওয়ার আগে প্রতিমায় শেষ তুলির টান। তমলুকে আস্তাড়ার পটুয়া পাড়ায়।

মন্ডপে যাওয়ার আগে প্রতিমায় শেষ তুলির টান। তমলুকে আস্তাড়ার পটুয়া পাড়ায়। ছবি: পার্থপ্রতিম দাস।

দুর্গাপুজো কেন্দ্র করে জনসংযোগ কর্মসূচির প্রচ্ছন্ন প্রতিযোগিতা শুরু হয়েছিল শাসক দল ও বিরোধী দলের মধ্যে। এ বার পুজোর উদ্বোধন ঘিরেও শাসক ও বিরোধী শিবিরের নেতাদের লড়াই জমে উঠেছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরে বড়-ছোট মিলিয়ে প্রায় ৫০টি দুর্গাপুজোর আয়োজন হচ্ছে এ বার। এর মধ্যে শহরের অনেকগুলি ক্লাব বা পুজো কমিটির পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের শাসকদল তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্র।

অন্য দিকে, শহরের কয়েকটি পুজোর উদ্বোধন করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শিবিরের তরফে আবার নজর রাখা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘোষণামতো রাজ্য সরকারের আর্থিক সাহায্য পাওয়া কোনও দুর্গাপুজো বিরোধী দলনেতার হাত দিয়ে উদ্বোধন করা হচ্ছে কিনা। ফলে উদ্বোধন ঘিরে ভিতরে-ভিতরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে।

তৃণমূল সূত্রের খবর, তমলুক রাজময়দানে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়ে গিয়েছে। তমলুকের পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়ের ওই দুর্গাপুজোয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র । শহরের ৩০-৩৫ টি দুর্গাপুজো কমিটি বিধায়ক সৌমেন মহাপাত্র’কে পুজোর উদ্বোধক হিসেবে চেয়ে আবেদন করেছেন। তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়া বলেন, ’’শহরের ৩০-৩৫ টি পুজো কমিটি বিধায়ককে পুজোর উদ্বোধক হিসেবে চেয়ে আবেদন করেছিলেন। তৃতীয়া, চতুর্থী ও পঞ্চমীর দিন মিলিয়ে বিধায়ক শহরের প্রায় ২০ টি পুজোর উদ্বোধন করবেন বলে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ইয়ুথ স্পোর্টিং ক্লাব, ওয়ান হার্টেড ক্লাব ও নিউ ব্রাইট স্টার ক্লাব সহ বিভিন্ন দুর্গাপুজো রয়েছে। বাকি মণ্ডপে পুরসভার কাউন্সিলর-সহ অন্য নেতারা উদ্বোধনে উপস্থিত থাকবেন।’’

আবার শহরের বিজেপি নেতৃত্বের দাবি, তমলুক শহরের অনেক দুর্গাপুজো কমিটি পুজোর উদ্বোধক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে চেয়ে আবেদন জানিয়ে রেখেছিলেন। তবে তিনি রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর উদ্বোধনে ব্যস্ত থাকবেন। তাই শহরে এ বার তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্মতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে তমলুক বৈকুণ্ঠ সরোবরের কাছে ‘আমরা পরিবার বৃন্দ’র পুজো, পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ‘তাম্রলিপ্ত পশ্চিমাঞ্চল উন্নয়ন সংস্থা’ ও শহরের বড়বাজারে তাম্রলিপ্ত অ্যাথেলেটিক ক্লাব-এর পুজো। আমরা পরিবার বৃন্দের পুজোর অন্যতম কর্তা বিজেপি নেতা আনন্দ নায়েক। আর তাম্রলিপ্ত পশ্চিমাঞ্চল উন্নয়ন সংস্থার সদস্য হিসেবে রয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ দত্ত ।

তাম্রলিপ্ত অ্যাথেলেটিক ক্লাবের পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি নেতা শঙ্কর নারায়ণ জানা। তাম্রলিপ্ত পশ্চিমাঞ্চল উন্নয়ন সংস্থার পুজোর সাথে যুক্ত বিশ্বজিৎ দত্ত বলেন, ’’আমাদের দুর্গাপুজো উদ্বোধনের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে চেয়ে আবেদন জানিয়েছিলাম। ষষ্ঠীর দিন তিনি আমাদের দুর্গাপুজোর উদ্বোধন করবেন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।’’

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবকমল দাস বলেন, ’’দুর্গাপুজো উদ্বোধনের জন্য তমলুক শহরের অনেকগুলি দুর্গাপুজো কমিটির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর কাছে আবেদন এসেছিল । তবে অন্য জেলায় পুজো উদ্বোধন করার পাশাপাশি আমাদের জেলাতে উনি অনেকগুলি পুজোর উদ্বোধন করবেন। এর মধ্যে তমলুক শহরের তিনটি পুজো রয়েছে।’’

আরও পড়ুন
Advertisement