—নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হল পশ্চিম মেদিনীপুরে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকাই তার উদ্বোধন করেছেন। এই মেলা চলবে সাত দিন।
গত ৮ অগস্ট সকাল ১১টায় মেদিনীপুর পুলিশ লাইনে ড্রাইভিং লাইসেন্স মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার। সেখানে জেলা পুলিশের অন্যান্য কর্তারাও ছিলেন। পুলিশ জানিয়েছে, সোমবার এই মেলায় তিন হাজার জনেরও বেশি মানুষ মেলায় এসেছেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, এ বার মেলাতে সব মিলিয়ে ১৫ হাজার মানুষের নাম নথিভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য নাম নথিভুক্ত করার পাশাপাশি ‘সেফ ড্রাইভ সেভ লাইন’-এরও প্রচার চালানো হচ্ছে। সচেতন করা হচ্ছে মানুষকে।