এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ধর্ষণের দায়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল পশ্চিম মেদিনীপুর পকসো আদালত। কারদণ্ড ছাড়াও আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক আশুতোষ সরকার।
আদালত সূত্রে খবর, ঘটনাটি ২০২৩ সালের ৩১ মে-র। ১২ বছরের নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী ‘দাদু’ তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন। তাঁকে সোমবারই দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার শাস্তি ঘোষণা হয়।
জানা গিয়েছে, ওই দিন নাবালিকা বাজারে গিয়েছিল কলম কিনতে। কলম কিনে বাড়ি ফেরার সময় অভিযুক্ত তাকে রাস্তায় আটকে বলেন, ‘চপ-মুড়ি খাওয়াব চল।’ তাঁর কথা মতো মেয়েটি গেলে তাঁকে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যান প্রতিবেশী দাদু।
অভিযোগ, ধর্ষণের পর নাবালিকাকে ভয় দেখানো হয়। বাড়িতে কাউকে ওই কথা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্ত। যদিও ওই ঘটনার তিন-চার দিন পরে মেয়েটির বাবা-মা সব জানতে পেরে পুলিশের দ্বারস্থ হয়। গত বছরের ৮ জুন পিংলা থানায় অভিযোগ জানান নাবালিকার মা। পকসো ধারায় মামলা শুরু হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণার পরে এপিপি স্বর্ণেন্দু পরিয়াল বলেন, ‘‘সোমবার পকসো কোর্ট আশুতোষ সরকার আসামিকে দোষী সাব্যস্ত করেন। অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। দ্রুত বিচার প্রক্রিয়া হয়েছে।’’