New Bus Routes

চালু হচ্ছে ১৫টি নতুন বাসরুট

পরিবহণ দফতর সূত্রে খবর, মলিঘাটী থেকে বালিচক অবধি নতুন রুট চালু হওয়ার কথা, ভায়া গোলগ্রাম, লোয়াদা, আষাড়ি, ডেবরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৩২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে খুলছে নতুন ১৫টি বাসরুট। নতুন এই সব রুটে শীঘ্রই বাস চলাচল শুরু হতে পারে। এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। ইচ্ছুক বাস মালিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছিল। বেশ কিছু আবেদন এসেছে।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের পরিবহণ আধিকারিক সন্দীপ সাহা মানছেন, ‘‘কয়েকটি নতুন রুটে বেসরকারি বাস চালু হবে।’’ পশ্চিম মেদিনীপুরের পরিবহণ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষের কথায়, ‘‘নতুন কিছু বাস-রুট খুলছে। এতে যোগাযোগ বাড়বে।’’ পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্ক মাইতি জানান, পরিবহণ দফতর থেকে আবেদন চাওয়া হয়েছিল। ইচ্ছুক বাস মালিকেরা আবেদন করেছেন।

তবে একাংশ বাস মালিক অবশ্য মনে করিয়ে দিয়েছেন, সরকার ভাড়া না বাড়ানোয় আগামী দিনে বিভিন্ন রুটের অনেক বাস বসে যাবে। এক বাস মালিকের কথায়, ‘‘সরকার ভাড়া না বাড়ানোয় গত কয়েক বছরে বহু পুরনো রুট থেকে বাস তুলে নিয়েছেন একাংশ বেসরকারি বাস মালিক।’’

কোথায় নতুন বাসরুট খুলছে?

পরিবহণ দফতর সূত্রে খবর, মলিঘাটী থেকে বালিচক অবধি নতুন রুট চালু হওয়ার কথা, ভায়া গোলগ্রাম, লোয়াদা, আষাড়ি, ডেবরা। রয়েছে ত্রিলোচনপুর থেকে বালিচক, ভায়া গোলগ্রাম, লোয়াদা, আষাড়ি, ডেবরা। রসকুণ্ডু থেকে গুইয়াদহ, ভায়া খড়কুশমা, গড়বেতা, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর। উড়ামি থেকে মেদিনীপুর, ভায়া জয়পুর, আনন্দপুর। আমলাশুলি থেকে মেদিনীপুর, ভায়া পাথরপাড়া গোয়ালতোড়, সিজুয়া, শালবনি, গোদাপিয়াশাল। ডেবরা থেকে ময়না, ভায়া মুণ্ডুমারি, পিংলা, জলচক, বলাইপণ্ডা। মঙ্গলামাড়ো থেকে মেদিনীপুর, ভায়া পটাশপুর, দশগ্রাম, পোক্তাপোল, বাখরাবাদ, নারায়ণগড়, মকরামপুর, বেনাপুর, খড়্গপুর। ত্রিলোচনপুর থেকে বেলপাহাড়ি, ভায়া লোয়াদা, আষাড়ি, ডেবরা, মেদিনীপুর, খড়্গপুর, চৌরঙ্গি, লোধাশুলি, ফেকোঘাট, চিচিড়া, পড়িহাটি।

পাশাপাশি ঘাটাল থেকে ঝাড়গ্রাম রুটেও নতুন বাস নামার কথা, ভায়া ক্ষীরপাই, চন্দ্রকোনা টাউন, কেশপুর, ধর্মা, মেদিনীপুর, খড়্গপুর, গুপ্তমণি, লোধাশুলি। সোনাকোনিয়া থেকে কাঁথি, ভায়া দাঁতন, বেলদা, এগরা। বুড়িপাল থেকে বাঁকুড়া, ভায়া নয়াগ্রাম, মেদিনীপুর, পিঁড়াকাটা, গোয়ালতোড়, সারেঙ্গা, সিমলাপাল, তালড্যাংরা, রতনপুর। আমলাশুলি থেকে মেদিনীপুর, ভায়া মাকলি, বুলানপুর, গোয়ালতোড়, সিজুয়া, শালবনি, গোদাপিয়াশাল। পলাইডাঙ্গা থেকে কর্ণগড়, ভায়া দহিচক, রোহিনী, কুলটিকরি, কেরিয়াপাতা, গুপ্তমণি, নিমপুরা, খড়্গপুর, মেদিনীপুর। হলদিয়া থেকে হুমগড়, ভায়া মহিষাদল, তমলুক, মেছেদা, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা। পিঁড়াকাটা থেকে বাঁকুড়া, ভায়া সিজুয়া, গোয়ালতোড়, বুলানপুর, পাথরপাড়া, মাকলি, কলাবতী, হুমগড়, আমলাশুলি, সিমলাপাল, তালড্যাংরা। শীঘ্রই এই সব রুটে নতুন বেসরকারি বাস চালু হওয়ার কথা।

এই আবহে একাংশ বাস মালিকের অবশ্য দাবি, পরিস্থিতি যা তাতে নতুন বাস চালানোর সামর্থ্য অনেক মালিকেরই নেই। এই সময়ে নতুন বাস কেনার ঝুঁকি অনেকেই নেবেন না। আয়ে টান পড়ায় যেখানে পুরনো রুটের বাসই চালানো যাচ্ছে না, সেখানে নতুন বাস তাঁরা নেবেন কী ভাবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। পরিবহণ দফতরের একটি সূত্রের অবশ্য দাবি, বাস চালানোর লোকের অভাব হবে না। অনেকেই নতুন রুটে বাস চালাতে ইচ্ছুক।

জেলার এক পরিবহণ আধিকারিক বলেন, ‘‘নতুন রুটের কথা জানিয়ে আমরা আবেদন চেয়েছিলাম। বাস চালাতে চেয়ে কিছু আবেদন জমা পড়েছে। আমরা ওঁদের সুযোগ ও পরিসর দিতে চাই।’’ তাঁর সংযোজন, ‘‘এখন তো বাজারে তুলনায় ছোট মাপের বাস এসেছে।’’ জেলার পরিবহণ কর্মাধ্যক্ষের মতে, ‘‘যোগাযোগ বাড়াতে নতুন বাসরুট চালুর প্রয়োজন ছিলই।’’

Advertisement
আরও পড়ুন