এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এক সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন স্ত্রী। কিন্তু বুধবার ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করলেন স্থানীয়েরা। একই বাড়ি থেকে প্রতিবেশী এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। দু’জনেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। সব মিলিয়ে সকাল থেকে উত্তেজনা মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার খাসজঙ্গল ফড়িংডাঙা এলাকায়।
পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম নিয়তি মান্ডি (২৩) এবং সমর মান্ডি। পাশাপাশি তাঁদের বাড়ি। বুধবার সকালে নিয়তির বাড়ি থেকে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জটিলতা থেকে আত্মহত্যা কি না, তা তদন্তসাপেক্ষ বলে জানাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয়েরা জানিয়েছেন, নিয়তির স্বামী ঝন্টু মান্ডি কর্মসূত্রে ভিন্রাজ্যে থাকেন। বছরে কয়েক বার তিনি বাড়িতে আসেন। বেশ কয়েক বছর আগে ঝন্টু এবং নিয়তির বিয়ে হয়। দম্পতির একটি নাবালক সন্তান রয়েছে।
বুধবার সকাল গড়িয়ে যাওয়ার পরেও নিয়তির বাড়ির দরজা না-খোলায় প্রতিবেশীরা তাঁর নাম ধরে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখা যায়, ঘরের ভিতরে নিয়তি এবং সমরের দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে দুটি দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জোড়া দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্যা গুরুবারি হেমব্রম বলেন, ‘‘সকালে খবর পাই দেওর-বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি এখনও। মৃতার একটি সন্তান রয়েছে। স্বামী বাইরে কাজ করেন। খুবই দুঃখজনক ঘটনা। পুলিশি তদন্তের উপর ভরসা রাখছি আমরা।’’