Nilgai at Ghatal

নীলগাই দেখতে ভিড়, ধানে ক্ষতির আশঙ্কা

এক সময় ঘাটালের কুশমান এলাকায় চলে এসেছিল নীলগাইটি। সেখান থেকে বিভিন্ন এলাকা ঘুরে চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের মাঠে পৌঁছে যায় সে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ০৯:০৭
ধানের খেতে নীলগাই।

ধানের খেতে নীলগাই। নিজস্ব চিত্র।

ঘাটাল এবং চন্দ্রকোনার বিভিন্ন গ্রাম দাপিয়ে বেড়াল এক নীলগাই। মঙ্গলবার এলাকার মাঠে মাঠে নীলগাইয়ের ঘুরে বেড়ানোর খবর ছড়িয়ে পড়তেই, সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মীরাও এলাকায় পৌঁছন। মঙ্গলবার বিকেল পর্যন্ত নীলগাইটিকে চন্দ্রকোনার বেড়াবেড়া গ্রামে দেখা গিয়েছে বলে খবর। প্রাণীটিকে উদ্ধার করতে বন দফতরের কর্মীরা জাল নিয়ে
এলাকায় পৌঁছন।

Advertisement

এমনিতে নীলগাইয়ের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের মানুষ পরিচিত হলেও, ঘাটালে এর আগে নীলগাই সে ভাবে দেখা যায়নি। বছর তিনেক আগে চন্দ্রকোনা এলাকায় একবার নীলগাই ঢুকে পড়েছিল। সে বার বন দফতর তাকে উদ্ধার করে খড়্গপুরের হিজলির জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল। মঙ্গলবার সকাল থেকে নীলগাইয়ের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। সেটি প্রথমে দাসপুরের নাড়াজোল এলাকা দিয়ে ঢুকেছিল বলে বন দফতর সূত্রে খবর। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হিজলির জঙ্গলে নীলগাইটি রয়েছে বলে খবর। সেখান থেকে পাকা ধান খাওয়ার লোভে প্রাণীটি লোকালয়ে চলে আসতে পারে বলে বন
দফতরের আশঙ্কা।

আপাতত জেলার মাঠে ধান কাটা সঙ্গে আলু পোঁতার কাজ সমানে চলছে। ফলে মাঠ জুড়েই ভিড়-ভাট্টা রয়েছে। তার সঙ্গে নীলগাই দেখার উৎসাহ বেড়েছে সকলের। নীলগাইটি যে এলাকায় যাচ্ছে, সেখানেই লাগোয়া এলাকার বাসিন্দারা মাঠে গিয়ে
ভিড় জমাচ্ছেন।

এক সময় ঘাটালের কুশমান এলাকায় চলে এসেছিল নীলগাইটি। সেখান থেকে বিভিন্ন এলাকা ঘুরে চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের মাঠে পৌঁছে যায় সে।

বন দফতরের এক আধিকারিক বলেন, ‘‘ঘাটাল ও চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় নীলগাইটি ঘুরে বেড়িয়েছে। তাকে অবিলম্বে উদ্ধার করার
চেষ্টা চলছে।’’

আরও পড়ুন
Advertisement