মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
উপকূলের এক পর্যটন কেন্দ্রের বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত পরিবেশ আদালতের নির্দেশ কার্যকর করতে গিয়ে সপ্তাহ কয়েক আগেই মুখ্যমন্ত্রীর ‘ধমক’ খেয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পরে হাই কোর্টের নির্দেশে ভাঙার নির্দেশে আপাতত স্থগিত রয়েছে। এই আবহে রাত পোহালে পূর্ব মেদিনীপুরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর যাওয়ার কথা জেলার আরেক সৈকত-পর্যটন কেন্দ্র দিঘায়। সেখান জগন্নাথ ধাম মন্দির তৈরির কাজ মমতা পরিদর্শন করতে পারেন। এই সফরের ফাঁকে তিনি মন্দারমণি যাবেন বা হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করবেন কি না, সে নিয়ে জল্পনা চলছে। আপাতত মুখ্যমন্ত্রীর সফরের প্রশাসনিক
প্রস্তুতি চলছে।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের প্রেক্ষিতে মন্দারমণিতে বেআইনি ১৪৪টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এ নিয়ে রাজ্য সরকার জেলা প্রশাসনকে কার্যত ‘ধমক’ দেয়। পরে মন্দারমণির হোটেল মালিকেরা হাই কোর্টে মামলা করেন। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ভাঙার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। এই পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার দিঘায় আসার কথা মুখ্যমন্ত্রীর। জেলার পুলিশ মহলে তৎপরতা তুঙ্গে।
২০১৯ সালে মমতা জেলা সফরে এসে সৈকতের বেআইনি নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তাই তাঁর সফরে নির্মাণ ভাঙা সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশ নিয়ে আলোচনা হতে পারে বলে কয়েকদিন ধরে ইঙ্গিত মিলছিল। মন্দারমণির হোটেল মালিকদের একাংশ জানান, গত শনিবার রামনগরের বিধায়ক অখিল গিরি সেখানে আসেন। তাঁর কাছে হোটেল মালিকেরা প্রস্তাব রাখেন, যাতে মুখ্যমন্ত্রীর জেলা সফরে মন্দারমণির হোটেল এবং লজের বিষয়টি নজরে আনা হয়।
উল্লেখ্য, এর আগেও মন্দারমণির বেআইনি হোটেল এবং লজ প্রসঙ্গে আলোচনায় দু’দফায় নবান্নে হোটেল মালিকদের ডেকে পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন অখিলও। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর জেলা সফরে প্রশাসনিকভাবে বিষয়টি ফের তাঁর নজরে আনা হবে বলেও জানা গিয়েছে। যদিও বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি কোনও প্রতিক্রিয়া দেননি। মন্দারমণি হোটেল মালিক সংগঠনের সভাপতি মমরেজ আলি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে আমাদের নিয়ে বৈঠক করবেন কি না, তা জানানো হয়নি ঠিকই। তবে এলাকার বিধায়ক অখিল গিরি দেখা করে গিয়েছেন। আমাদের পক্ষে বিষয়টা মুখ্যমন্ত্রী নজরে আনতে অনুরোধ করা হয়েছে। দলগতভাবেও তাঁকে জানানো হবে।’’