বাণিজ্য নিয়ে পাকিস্তানকে ইতিবাচক বার্তা ভারতের

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান বাণিজ্য নিয়ে চূড়ান্ত অশান্তির মধ্যেই ভারতের বিদেশসচিব সুজাতা সিংহ দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিলেন। আজ দু’দেশের বাণিজ্য বিষয়ক একটি সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, “নওয়াজ শরিফ জিতে এসেছেন পাকিস্তানে অর্থনৈতিক সংস্কার করার লক্ষ্য নিয়ে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৪ ১৮:৪৯

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান বাণিজ্য নিয়ে চূড়ান্ত অশান্তির মধ্যেই ভারতের বিদেশসচিব সুজাতা সিংহ দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিলেন। আজ দু’দেশের বাণিজ্য বিষয়ক একটি সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, “নওয়াজ শরিফ জিতে এসেছেন পাকিস্তানে অর্থনৈতিক সংস্কার করার লক্ষ্য নিয়ে। আমরাও বিষয়টিকে ইতিবাচক ভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছি। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে নয়াদিল্লি প্রস্তুত।”

সম্প্রতি ২৭ কাশ্মীরি বাসচালককে আটক করেছে পাকিস্তান। প্রতিবাদে কালই ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল সাউথ ব্লক। বিষয়টি নিয়ে দু’দেশের সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। এ দিন সেই তিক্ততা কাটানোর চেষ্টা করলেও সুজাতা সাফ জানিয়েছেন, এটাও ইসলামাবাদকে বুঝতে হবে, বাণিজ্যে গতি আনতে হলে সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশ দরকার। বাণিজ্য এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।

Advertisement

পাক সূত্রে বলা হচ্ছে, কাশ্মীরি বাসচালকদের আটক আসলে ভারতের আচরণের পাল্টা। গত শুক্রবার সীমান্তে মহম্মদ সাফি নামের এক ট্রাকচালককে আটক করেছিল ভারত। অভিযোগ, হেরোইন নিয়ে ভারতে ঢুকছিল সাফি। আজ অভিযোগ অস্বীকার করেছে পাক সরকার। নয়াদিল্লির পাক রাষ্ট্রদূতের অফিস বিবিৃতিতে বলেছে, সাফিকে যে ভাবে ভারত আটক করেছে, তা আন্তঃসীমান্ত বাণিজ্যের পরিপন্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement