BJP

জনসংযোগে গেরুয়া ভরসা বিদ্যুৎ বিক্ষোভ

মঙ্গলবার সকালে বিজেপির কাঁথি সাংগঠনিক মহিলা মোর্চার উদ্যোগে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়। সদস্যরা বিদ্যুৎ সরবরাহ দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ০৮:৫৬
কাঁথিতে বিদ্যুৎ সরবরাহ দফতরে বিক্ষোভ।

কাঁথিতে বিদ্যুৎ সরবরাহ দফতরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

সপ্তাহ দুয়েক আগে মিটেছে লোকসভা নির্বাচন পর্ব। এখনও সেভাবে পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক কোনও জোরদার কর্মসূচি শুরু হয়ে কোনও দলের তরফে। ভোটে জেলায় খারাপ ফলাফলের কারণ খুঁজতে আপাতত ব্যস্ত তৃণমূল। শাসকদল যখন ঘর গোছাতে ব্যস্ত তখন রাজ্যে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে বিজেপি। বিদ্যুৎ দফতরে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি, বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন বিজেপি কর্মীরা। আগামী ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুরে গণ-আন্দোলনের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে তৎপর গেরুয়া শিবির।

Advertisement

মঙ্গলবার সকালে বিজেপির কাঁথি সাংগঠনিক মহিলা মোর্চার উদ্যোগে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়। সদস্যরা বিদ্যুৎ সরবরাহ দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে প্রতি মাসে বিদ্যুৎ বিল আদায় করা এবং অন্য রাজ্যগুলির হারে বিদ্যুৎ বিল চালু করার দাবিতে ডিভিশনাল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেন। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন কাঁথি পুরসভার পুরপ্রতিনিধি তথা বিজেপির নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ঘনশ্যামলা দাস, নগর মণ্ডলের সভানেত্রী শম্পা দাস প্রমুখ।

প্রসঙ্গত, বিদ্যুতের বিল-বৃদ্ধি, লোডশেডিং এবং অন্য বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ‘অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’ (অ্যাবেকা)। লোকসভা ভোট চলাকালীন এ রাজ্যে বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এর আগে বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে সরাসরি বিজেপির ব্যানারে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি জেলায় সচরাচর হয়নি। এবার লোকসভা ভোটে জেলায় কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে ফুটেছে পদ্ম। শুধু তাই নয়, পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভার মধ্যে একমাত্র পটাশপুর ছাড়া সবকটিতেই এগিয়ে বিজেপি। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে স্থানীয় সমস্যাগুলিকে বিজেপি হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে জনমত তৈরি করতে এখন থেকেই তৎপর বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির কাঁথি নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস বলছেন, ‘‘দেশের অন্য রাজ্য দেখুন, সেখানে বিদ্যুতের দাম কত! যেখানে দিল্লিতে দু’টাকা, সেখানে পশ্চিমবাংলায় লাগাম ছাড়িয়ে গিয়েছে বিদ্যুতের মূল্য। তার পরেও আবার এককালীন তিন মাসের বিদ্যুতের বিল নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ অত্যন্ত অসুবিধের সম্মুখীন হচ্ছেন। এ জন্যই দলের মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন নেওয়া হয়েছিল।’’ যদিও, বিজেপিকে মূল্যবৃদ্ধি ইস্যুতে পাল্টা বিঁধেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা বলছেন, ‘‘পেট্রলের মূল্য কত হয়েছে? রান্নার গ্যাসের দাম কত হয়েছে? মানুষের বেঁচে থাকার সব উপায়কে কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এখন বিদ্যুতের বিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement