Kolkata Police

পার্ক স্ট্রিট থানার মহিলা সিভিকের ‘শ্লীলতাহানি’! অভিযুক্ত পুলিশ অফিসার, বসিয়ে দিল লালবাজার

পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই পুলিশকর্মীকে বসিয়ে দিয়েছে লালবাজার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৫:৪০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই অফিসারকে বসিয়ে দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন মোতাবেক কড়া পদক্ষেপ করা হতে পারে বলে ওই সূত্রের খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব ইনস্পেক্টর (এসআই) পদমর্যাদার ওই পুলিশ অফিসার এবং অভিযোগকারিণী সিভিক ভলান্টিয়ার। অভিযোগকারিণীর বক্তব্য, সেখানেই তাঁর শ্লীলতাহানি করেন অভিযুক্ত। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই সিভিক। অভিযোগ পেয়েই আপাতত অভিযুক্তকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় লালবাজার।

আরজি কর-কাণ্ডের আবহে রাজ্যের একাধিক জায়গায় শ্লীলতাহানিতে অভিযুক্ত হয়েছেন সিভিক ভলান্টিয়ারেরা। সম্প্রতি পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক বধূর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হন এক সিভিক। গত সপ্তাহে কাকদ্বীপে এক কলেজছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হন আরও এক সিভিক ভলান্টিয়ার। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও প্রধান অভিযুক্ত এক জন সিভিক ভলান্টিয়ার। এ বার পুলিশ অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন মহিলা সিভিক।

Advertisement
আরও পড়ুন