(বাঁ দিকে) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পিস্তলের ছবি। ধৃত অভিজিৎ রায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
পিস্তল হাতে ছবি তুলে পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। ওই ছবি দেখে পিস্তলের ‘মালিক’কে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার চাঁপাপুকুর এলাকার ঘটনা। এই ঘটনায় আরও কয়েক জনের খোঁজ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অভিজিৎ রায়। জানা যাচ্ছে, দিন কয়েক আগে আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন ওই যুবক। ছবিটি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিশের নজরে আসতেই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। শনিবার রাতে অভিজিতের খোঁজ পায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি তিনি পেয়েছেন, আগ্নেয়াস্ত্রটি আসলে কার, এ সব জানতে জেরা করা হয় ধৃতকে। আরও কয়েক জনের খোঁজ শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ধৃত অভিজিতের বাবার মোটরবাইক সারাইয়ের একটি গ্যারাজ রয়েছে। ওই গ্যারাজেই কাজ করেন যুবক। রবিবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।