Mamata Banerjee

‘আমি কারও বন্ডেড লেবার নই’, মোদীর অনুষ্ঠানে না থাকার বার্তা মমতার, হাসিনার সফরে না-ডাকাতেও ক্ষোভ

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী। তবে সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েও তা রক্ষা করবেন না বলেই জানিয়েছেন মমতা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪
নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী (বাঁ দিকে), সেই অনুষ্ঠানে থাকবেন না, জানিয়েছেন মমতা (ডান দিকে)।

নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী (বাঁ দিকে), সেই অনুষ্ঠানে থাকবেন না, জানিয়েছেন মমতা (ডান দিকে)।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ‘কর্তব্য পথ’-এর উদ্বোধন করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন। ইন্ডিয়া গেটের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভার্চুয়াল মাধ্যমে থাকার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে। তবে মমতা ওই অনুষ্ঠানে থাকবেন না। সে কথা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সম্মেলনে স্পষ্ট করে দেন মমতা। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি কারও বন্ডেড লেবার নই।’’

মমতার অভিযোগ, তাঁকে ‘আন্ডার সেক্রেটারি’ পর্যায়ের কোনও আমলা কেন্দ্রের পক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সে কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘আমাকে একটা চিঠি দিয়েছে আন্ডার সেক্রেটারি। বলা হয়েছে, প্রধানমন্ত্রী ৭টায় উদ্বোধন করবেন, ৬টায় আপনি উপস্থিত থাকবেন। বন্ডেড লেবার নই। এখানে আসার আগেই নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম।’’

Advertisement

গত সোমবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে মোদীর সঙ্গে হাসিনার বৈঠকও হয়েছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না। হাসিনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খুব ভাল। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ।’’ হাসিনার সঙ্গে যে তাঁর পুজো বা ইদের উৎসবে উপহার দেওয়ার সম্পর্কে তা উল্লেখ করে মমতা বলেন, ‘‘এত রাগটা কিসের? এত গুস্‌সা কিঁউ? বড়া বড়া বাবু লোগো কো ইতনা গুস্‌সা কিউ হ্যায়!’’ এর পরে অতীতের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে মমতা অভিযোগ তোলেন, শিকাগো থেকে আমন্ত্রণ পেলেও তাঁকে আটকে দেয় কেন্দ্র। চিনে যেতে দেয়নি। এ নিয়ে তাঁর যে কোনও আক্ষেপ নেই তা বুঝিয়ে মমতা বলেন, ‘‘বাংলায় ঘুরলেই সারা বিশ্বে ঘোরা হয়ে যাবে।’’

Advertisement
আরও পড়ুন