মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
তাঁকে জেলে পাঠানো হলেও তিনি চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন। সোমবার এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পর এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাতই দেখছেন। কেন? তা-ও জানিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি জানান, বিচারালয় আসলে বিজেপির। বিচারপতিদের সে ক্ষেত্রে কোনও দোষ নেই। দোষ হল বিজেপির। আর সে কারণেই তিনি চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন। তাঁদের হয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মমতা উচ্চ আদালতে যাবেন।
সোমবার এসএসসি মামলার রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। মুখ্যমন্ত্রী সোমবার রায়গঞ্জের জনসভায় জানিয়েছেন, প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারালে তার প্রভাব পড়বে তাঁদের পরিবারের উপর। মমতার কথায়, ‘‘২৬ হাজার শিক্ষক মানে দেড় লক্ষ পরিবার।’’ এই পরিবারগুলির পাশে থাকবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপি তাঁকে জেলে পাঠালেও সরবেন না। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘‘কী করবেন? আমায় জেলে পাঠাবেন? মানুষের পাশ থেকে সরব না। পরিবারের পাশে আছি।’’
এই রায়ের জন্য মমতা বার বার বিজেপিকেই দুষেছেন। তারা বিচারব্যবস্থাকেও চালিত করে বলে অভিযোগ করেছেন। মমতা বলেন, ‘‘এই এক হয়েছে বিজেপির বিচারালয়। না মন্দির, না মসজিদ। রাজনৈতিক বিচার। সেখানে অন্য লোক পিল (পিআইএল বা বিশেষ জনস্বার্থ আবেদন) করলে দেবে কিল। বিজেপি পিল করলে বেল, আমরা পিল করলে জেল। এই তো অবস্থা!’’ তৃণমূল নেত্রী এ-ও জানিয়েছেন যে, দীর্ঘ দিন ধরে এ রকম চলছে। তবে এতে বিচারপতিদের কোনও দোষ নেই। তাঁর কথায়, ‘‘এটা বিচারপতিদের দোষ নয়। কেন্দ্রের দোষ। বিজেপি বসিয়েছে তাঁদের। যাতে তারা যা বলে, তা-ই করা হয়।’’ তার পরেই মমতার আশ্বাস, তাঁকে জেলে পাঠালেও সাধারণ মানুষের পাশ থেকে সরবেন না। চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন। তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন যে, এই রায় দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে বলেন, ‘‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।’’