প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ফাইল চিত্র
অনুষ্ঠানের শুরুতে দু’জনের দেখা হলেও শেষে দেখা হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রধান বিচারপতির শপথগ্রহণ শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর আগেই বেরিয়ে যান শুভেন্দু। শুরুতেও দু’জনের কথা হয়নি।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাচ্ছেন বাংলার রাজ্যপাল। নিজস্ব চিত্র।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হল। শেষে বক্তৃতা দিলেন প্রধান বিচারপতি নিজে। সকলকে ধন্যবাদ জানিয়ে বললেন, তিনি ন্যায়ের পথ প্রশস্ত করবেন।
ফিরহাদের পাশে তখনও বসেছিলেন শুভেন্দু। সেই সময়েই হাই কোর্টে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা। শুভেন্দু আসন বদলানোর পর মমতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় শুভেন্দুর। ১ নম্বর কোর্টের মধ্যে ঢুকেই প্রথম আসনে শুভেন্দুকে দেখতে পান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু উঠে দাঁড়ালেন। মমতা কথা বললেন না। ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রীকে দেখে উঠে দাঁড়ান শুভেন্দু। কোনও কথা না বলেই চলে যান মমতা। অনুষ্ঠানে উপস্থিত অন্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানের ফাঁকেই রাজনৈতিক নেতাদের আসন নিয়ে তৈরি হল কিছু বিশেষ মুহূর্ত। অনুষ্ঠান শুরুর কিছু ক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে দেখা যায় ফিরহাদের পাশের আসনেই বসে রয়েছেন শুভেন্দু।
পাশাপাশি মেয়র এবং বিরোধী দলনেতা। নিজস্ব চিত্র।
এই সময় ফিরহাদের সঙ্গে দু’এক বার কথা বলতে দেখা যায় শুভেন্দুকে। কিছুটা সময় বিরোধী দলনেতা নিজের ফোনে চোখ রাখেন। কিন্তু তার পরেই এই আসন বদলে নেন শুভেন্দু। ফিরহাদের পাশ থেকে তিনি চলে যান একেবারে বাঁ দিকে। পিছনে ছিলেন বিমান। তিনি এর পর ফিরহাদ, চন্দ্রিমা, মলয়দের সঙ্গে একই সারিতে চলে আসেন।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম।
কলকাতা হাই কোর্টের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনিই প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাচ্ছেন। শপথবাক্য পাঠ শেষে প্রধান বিচারপতির দু’হাত ধরে তাঁকে অভিনন্দন জানালেন রাজ্যপাল বোস।
শুরু হল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান।
সকাল সাড়ে ১০টার কিছু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন হাই কোর্টের শপথগ্রহণ অনুষ্ঠানে।
কলকাতা হাই কোর্টের ১ নম্বর কোর্টরুমে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটিই প্রধান বিচারপতির এজলাস।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি টি এস শিবজ্ঞানম।