West Bengal Weather Update

কালীপুজোয় বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায়, ভিজতে পারে উত্তরবঙ্গের আট জেলাও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় এবং উত্তরের প্রায় সব জেলায়। তবে সেই বৃষ্টিতে উৎসব মাটি হওয়ার সম্ভাবনা কম।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২১:৪০
কালীপুজোর দিন রাজ্যের কিছু জেলায় হতে পারে হালকা বৃষ্টি।

কালীপুজোর দিন রাজ্যের কিছু জেলায় হতে পারে হালকা বৃষ্টি। — ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় ‘ডেনা’-র প্রভাব কেটে গিয়ে গত শনিবার থেকে ঝকঝকে রোদ উঠছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। উত্তরেও পরিষ্কার আকাশ। প্রশ্ন উঠছে, কালীপুজোয় কি এ রকমই থাকবে আবহাওয়া, না কি বৃষ্টি হবে রাজ্যে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় এবং উত্তরের প্রায় সব জেলায়। তবে সেই বৃষ্টিতে বাজি পোড়ানো মাটি হওয়ার সম্ভাবনা কম। জেলার দু’-এক জায়গাতেই হতে পারে বৃষ্টি। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার ভূত চতুর্দশীর দিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। দু’-এক জায়গাতেই হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের আট জেলাতেই ভূত চতুর্দশীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কিছু অংশে হতে পারে সেই বৃষ্টি। সর্বত্র হবে না। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

বৃহস্পতিবার, কালীপুজোর দিন কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে জেলার দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে, সব জায়গায় নয়। বৃষ্টির জন্য কোথাও সতর্কতাও জারি করেনি হাওয়া অফিস। শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তার পর থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

কালীপুজোর দিন উত্তরের আট জেলাতেই হতে পারে হালকা বৃষ্টি। তবে জেলার দু’-এক জায়গায় হতে পারে বৃষ্টি। শুক্রবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ছাড়া উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement