West Bengal SSC Scam

SSC: এসএসসি-র দফতরে বামেদের বিক্ষোভ ঘিরে অশান্তি সল্টলেকে, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাম ছাত্র-যুব সংগঠনগুলির অভিযোগ, তাদের মহিলা সমর্থকদের শারীরিক ভাবে নিগ্রহ করেছেন পুরুষ পুলিশকর্মীরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৬:৩৬
সল্টলেকে এসএসটি ভবনের সামনে বামেদের বিক্ষোভ।

সল্টলেকে এসএসটি ভবনের সামনে বামেদের বিক্ষোভ। ছবি: পিটিআই।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সল্টলেকে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বাম ছাত্র-যুবরা।

বুধবার বামেদের এই বিক্ষোভ ঘিরে করুণাময়ী এলাকায় অশান্তির সৃষ্টি হয়। বাম ছাত্র-যুবদের অভিযোগ, তাঁদের মহিলা সমর্থকদের শারীরিক ভাবে নিগ্রহ করেছেন পুরুষ পুলিশকর্মীরা। অভিযোগ, হেনস্থা করা হয় যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও। কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে ভ্য়ানে তোলে পুলিশ। প্রতিবাদে রাস্তায় অবস্থান-বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

নিয়োগ-দুর্নীতির প্রতিবাদে বুধবার বিকেলে বাম ছাত্র-যুবরা ‘এসএসসি অভিযান’-এর ডাক দিয়েছিল। জড়ো হয়েছিলেন বেশ কিছু কর্মী-সমর্থক। তাঁরা জমায়েত থেকে মিছিল করে কমিশনের দফতরের দিকে এগোনোর চেষ্টা করলে করুণাময়ী মোড়ে আটকার পুলিশ। বাম সমর্থকেরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি।

Advertisement

পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মীনাক্ষী বলেন, ‘‘মহিলা পুলিশ পর্যন্ত আনা হয়নি।’’ সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘মেধার ভিত্তিতে নয়, ঘুষের ভিত্তিতে এখান (এসএসসি) থেকে চাকরি হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভুয়ো নিয়োগ বাতিল করতে হবে।’’

প্রসঙ্গত, স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিক তদন্ত ভার বা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। গত সোমবার এ সংক্রান্ত সমস্ত নথি সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।

বুধবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য ওই নির্দেশ স্থগিত থাকবে। এখন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত তথ্য মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন