ইংরেজি শেখাতে বিশেষ কর্মশালা। —প্রতীকী চিত্র।
এ বার পাঠ্য বইয়ের বাইরে গিয়ে ইংরেজি শেখাতে উদ্যোগী হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মঙ্গলবার বলেন, ‘‘আজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ‘হ্যান্ডস-অন ইংলিশ রাইটিং ওয়ার্কশপ’ শুরু হল। প্রাথমিক ভাবে ৬০টি স্কুলের ৩০০ জন পড়ুয়াকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। পড়ুয়ারা যাতে আরও ভাল করে ইংরেজিতে কথা বলতে ও লিখতে পারে, তা নিশ্চিত করাই এই কর্মশালার উদ্দেশ্য। বর্তমানে কর্মক্ষেত্রে, দৈনন্দিন কাজকর্মে এবং উচ্চশিক্ষায় ইংরেজির ব্যবহার অনেক বেড়েছে। সে কথা মাথায় রেখেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রথমে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির স্কুলের পড়ুয়াদের এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে। পরে প্রতিটি জেলাতেই এই কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।’’
উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে ইংরেজি রয়েছে। সংসদের কর্তারা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়, পাঠ্যক্রমের ওই ইংরেজি পড়ুয়াদের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে, ইংরেজির ব্যবহারিক প্রয়োগে অনেকেই সড়গড় নয়। তাই চাকরির আবেদনপত্র থেকে কোথাও কোনও প্রয়োজনে চিঠি লেখা অথবা ইন্টারভিউয়ে কথোপকথন চালানোর ক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। এমনকি, সমাজমাধ্যমে কোনও প্রয়োজনে ইংরেজিতে কিছু লেখালিখি করার ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকছে। এই কর্মশালা পড়ুয়াদের সেই খামতি পূরণ করতে সাহায্য করবে।
যদিও প্রশ্ন উঠেছে, এক দিন বা দু’দিনের এই কর্মশালা খামতি পূরণ করতে কতটা সক্ষম হবে? চিরঞ্জীব বলেন, ‘‘এই কর্মশালায় মূলত গাইডলাইন দেওয়া হবে। তবে, কর্মশালা সবে শুরু হল। পড়ুয়াদের থেকে ভাল সাড়া পেলে প্রয়োজনে কর্মশালায় প্রশিক্ষণের দিন বাড়ানো যেতে পারে।’’