Teeth

নকল দাঁত ভেঙে ঢুকে গিয়েছিল ফুসফুসের পথে, কলকাতার হাসপাতালে পাঁচ বছর পরে অস্ত্রোপচারে সুস্থ বৃদ্ধ

বৃদ্ধের বাড়ি বীরভূমের নানুরে। ২০১৯ সালে তাঁর একটি নকল দাঁত ঢুকে গিয়েছিল ফুসফুসের পথে। সেই থেকে কফ, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা শুরু হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ২১:৪৩
বৃদ্ধের ফুসফুসের পথ থেকে এই দু’টি দাঁত অস্ত্রোপচার করে বার করেছেন চিকিৎসকেরা।

বৃদ্ধের ফুসফুসের পথ থেকে এই দু’টি দাঁত অস্ত্রোপচার করে বার করেছেন চিকিৎসকেরা। — নিজস্ব চিত্র।

পাঁচ বছর আগে একটি নকল দাঁত ভেঙে ফুসফুসের পথে ঢুকে গিয়েছিল। সেই থেকে নানা রকম সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ। রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরেও সারেনি অসুস্থতা। চিকিৎসার জন্য ভিন্‌রাজ্যেও গিয়েছিলেন তিনি। তাতেও লাভ হয়নি। ২০২৩ সালে আবার একটি নকল দাঁত ভেঙে তার অংশ বৃদ্ধের ফুসফুসের পথে ঢুকে যায়। তার পর কফ, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ বৃদ্ধি পায়। অবশেষে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা সফল ভাবে অস্ত্রোপচার করে সেই দাঁত দু’টি বার করেছেন বৃদ্ধের ফুসফুসের পথ থেকে।

Advertisement

বৃদ্ধের বাড়ি বীরভূমের নানুরে। ২০১৯ সালে তাঁর একটি নকল দাঁত ঢুকে গিয়েছিল ফুসফুসের পথে। সেই থেকে কফ, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা শুরু হয়। তাঁর পুত্র জানিয়েছেন, বীরভূম, বর্ধমান, কলকাতার বিভিন্ন হাসপাতালে দেখানো হলেও উপসর্গের কারণ ধরা পড়েনি। তাঁরা দক্ষিণের এক রাজ্যেও চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাতেও লাভ হয়নি। ২০২৩ সালে বৃদ্ধের আরও একটি নকল দাঁত ভেঙে ঢুকে যায় ফুসফুসের অন্য পথে।

কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য এলে বৃদ্ধের সমস্যা বুঝতে পারেন চিকিৎসকেরা। ব্রঙ্কোস্কপি করে ফুসফুসের পথ থেকে তাঁর দাঁত দু’টি বার করা হয়েছে। এখন সুস্থ রয়েছেন তিনি।

আরও পড়ুন
Advertisement